বসিরহাট: যুদ্ধের ১১ দিনের মাথায় বাড়ি ফিরল রিপন সর্দার (Operation Ganga)৷ রবিবার ভোররাতে বসিরহাট মহকুমার স্বরূপনগরের মোমিনপুরে বাড়িতে পা রাখে সে৷ গত ১০ দিন ধরে ছেলের (Indian Students in Ukraine) জন্য বাড়ির লোকের মন বড্ড অস্থির করছিল৷ টিভিতে যুদ্ধের (Russia Ukraine War) ভয়াবহতা দেখে আতঙ্কে ঘুম উড়ে গিয়েছিল সবার৷ অবশেষে ছেলেকে কাছে পেয়ে আনন্দে চোখে জল এসে যায় বাবা-মায়ের৷ খুশি পাড়া-প্রতিবেশী ও বন্ধুরা৷ তবে এবার তাদের শুরু হয়েছে এক নতুন চিন্তা৷ ছেলের ডাক্তারি পড়ার ভবিষ্যৎ নিয়ে৷
গত বছর ডিসেম্বরে ইউক্রেনের কিভে ডাক্তারি পড়তে গিয়েছিলেন রিপন৷ কিন্তু তিনমাসের মধ্যে ফিরে আসতে হল বসিরহাটে৷ রাশিয়ার সেনা অভিযানের পর ইউক্রেনে ৮-৯ দিনের বিভীষিকাময় স্মৃতি ভোলার নয় বলে জানিয়েছেন রিপন৷ প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়ার কথায়, আমি কিভে থাকতাম৷ তাই রাশিয়ার হামলার পর যেভাবে হোক কিভ ছাড়ার জন্য উঠে পড়ে লাগি৷ কেননা, কিভ দখলই রাশিয়ার উদ্দেশ্য৷ ওখান থেকে হাঙ্গেরি পর্যন্ত প্রায় সাড়ে ৮০০ কিমি পথ যেতে হয়েছে৷ দূতাবাসের কোনও সাহায্য পাইনি৷ কিভ থেকে প্রথমে ট্রেনে লিভিউ যাই৷ ১০ ঘণ্টা ট্রেনে দাঁড়িয়ে যেতে হয়েছে৷ তারপর সারারাত কাটিয়ে সেখান থেকে বাস করে চোপা স্টেশন৷ ওখান থেকে ট্রেনে হাঙ্গেরি৷ ওখানে দূতাবাসের বাস ছিল৷ সেই বাসে হোটেল পৌঁছই৷ তারপর কেন্দ্রের বিমানে দিল্লি নামি৷ দিল্লি থেকে রাজ্যে আসি৷ গতকাল রাত তিনটের সময় বাড়ি ফিরি৷
মোমিনপুরে রিপনের বাড়ি৷ রবিবার৷ নিজস্ব চিত্র৷
জমি বিক্রি করে ছেলেকে ইউক্রেনে ডাক্তারি পড়াতে পাঠিয়েছিলেন বাবা আনারুল সর্দার৷ বলেন, ‘ছেলের ডাক্তারি পড়ার খরচ ৩৫ লক্ষ টাকা৷ একটা জমি ছিল সেটা বিক্রি করে দিয়েছি৷ প্রথমেই ৯ লক্ষ টাকা দিতে হয়েছে৷ এর মধ্যে যুদ্ধ বেঁধে যায়৷ ছেলে কবে বাড়ি ফিরবে তাই নিয়ে চিন্তায় ছিলাম৷ খাওয়া-ঘুম সব বন্ধ ছিল৷ রিপন ঘরে ফিরেছে এটাই আমাদের বড় পাওনা৷’ একই সঙ্গে ছেলের ডাক্তারি পড়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পায় তাঁর কথায়৷ আনারুল বলেন, আমার জমি গিয়েছে সেটা নিয়ে অত চিন্তা ছিল না৷ কিন্তু ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছে৷ ছেলেকে মানুষ করতে পারব কি না সেটা ভেবে কষ্ট হচ্ছে৷ ভারত সরকার যদি সহযোগিতা করে তাহলে একটু শান্তি পাব৷ তবে রিপন ডাক্তারি পড়াশোনা চালিয়ে যেতে চান৷ তিনি বলেন, ইউক্রেনে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার মেডিক্যাল পড়তে যাব৷
আরও পড়ুন: Naftali-Putin Meet: গোপনে রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক বেনেটের