আজকের দ্বিতীয় টপিকে আসা যাক। আইপিএল (IPL) শুরু হতে আর মাত্র সাত দিন মানে এক সপ্তাহ বাকি। আর তার আগেই আইপিএলে যুক্ত হল কিছু নতুন নিয়ম। সেগুলো কী কী এক নজরে দেখে নেওয়া যাক।
* আগে টসের (Toss) সময় প্রথম একাদশ (First Eleven) জানিয়ে দিতে হত অধিনায়কদের।
* এবার আইপিএলে টসের পর নিজের পছন্দের একাদশ জানাতে পারবেন তাঁরা।
আরও পড়ুন: Talk on Facts | Long Covid | কোভিডের পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুলে যাবেন চেনা মানুষকেও!
* প্রথমে বোলিং (Bowling) কিংবা ব্যাটিংয়ের (Batting) উপর ভিত্তি করে প্রথম একাদশে বদল করা যাবে।
* প্রথম ইনিংসে প্রথম একাদশে না থাকা একজন ক্রিকেটারকে পরের ইনিংসে দলে নেওয়া যাবে, তিনিই হচ্ছেন ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ (Impact Player)।
* নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার শেষ করতে না পারলে ৩০ গজ বৃত্তের (30 yard Circle) বাইরে ৫ জনের জায়গায় ৪ জন ফিল্ডার থাকবে।
অর্থাৎ আইপিএলকে আরও আকর্ষণীয় ও আধুনিক করে তুলতে নতুন নিয়ম আনল বিসিসিআই (BCCI)। তাহলে আর কী, আইপিএলের ঢাকে কাঠি তো পড়েই গেল।