কলকাতা: গান্ধীজির মতো নেতাজির (Netaji) ছবিও ভারতীয় মুদ্রায় ছাপানোর আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। একই আবেদনে নেতাজির অন্তর্ধান নিয়েও কেন্দ্রীয় সরকার যাতে নির্দিষ্ট তথ্য সামনে আনে, সেই দাবিও পেশ করা হয়। এই মামলার (Netaji) প্রেক্ষিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন (Calcutta High Court) বেঞ্চ নির্দেশ দেয়, ২১ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রকে তার অবস্থান লিখিত ভাবে কলকাতা হাইকোর্টে জানাতে হবে।
নেতাজির আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়া হরেন্দ্রনাথ বাগচী কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাটি দায়ের করেন। তাঁর আইনজীবী রবীন্দ্র নারায়ণ দত্ত আদালতে জানান, দেশের জন্য নেতাজি জীবন দিয়েছেন। ইতিমধ্যে ভারতীয় মুদ্রায় তাঁর ছবি ছাপানোর প্রস্তাব রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে দেওয়া হয়েছে। এই প্রস্তাবে উৎসাহিত হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সেই তথ্য আদালতে জমা করা হয়েছে।
নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময়ে কমিশন গঠন করেছে। সেই কমিশন গঠনের ফলে সরকারি তহবিল নষ্ট হচ্ছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এখনও পর্যন্ত তার অন্তর্ধান রহস্যের প্রকৃত উদ্ঘাটন করা সম্ভব হয়নি। সরকারি তহবিলের অপব্যবহার না-করে নেতাজি অন্তর্ধান রহস্যের প্রকৃত তথ্য উদ্ঘাটন করুক কেন্দ্রীয় সরকার। আদালতের এই বিষয়ে হস্তক্ষেপ করার প্রয়োজন রয়েছে বলে মামলাকারী মনে করেন।
আবেদনকারীর এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন ২১ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে স্পষ্ট হলফনামা দিয়ে জানাতে হবে নেতাজির অন্তর্ধান সম্পর্কে তাদের প্রকৃত অবস্থান।
আরও পড়ুন: Bengal Civic Polls Case: কলকাতা হাইকোর্টে মঙ্গলবার পুরভোট মামলার রায়