কলকাতা: জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে নিটের কাউন্সেলিং (NEET UG Councelling)। নিটে (NEET) বেনিয়মের প্রামাণ মেলেনি। তাই নতুন করে পরীক্ষার প্রয়োজন নেই সুপ্রিম কোর্টে দাবি করল কেন্দ্র। স্নাতক স্তরে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিয়ে বিতর্কের মধ্যে ফের নিজেদের এই অবস্থানের কথা শীর্ষ আদালতে জানাল জানাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি হলফনামা দিয়ে বলা হয়েছে, জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকেই নিটে উত্তীর্ণ পড়ুয়াদের কাউন্সেলিং শুরু করতে চায় তারা।
পরীক্ষা বাতিলের দাবিতে শীর্ষ আদালতে একাধিক মামলা হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ সোমবার দুর্নীতি এবং অনিয়মের ব্যাপ্তি বুঝতে রিপোর্ট তলব করে কেন্দ্র এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র কাছে। তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছেও ‘স্টেটাস রিপোর্ট’ চাওয়া হয়। বৃহস্পতিবার মামলাটি ফের শুনানির জন্য উঠবে। তার আগে বুধবার আদালতে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র।
আরও পড়ুন: বিজেপি শিক্ষা-বিরোধী! বেকারত্ব নিয়ে কড়া আক্রমণ রাহুলের
কেন্দ্রের হলফনামায় দাবি করা হয়েছে, স্নাতক স্তরে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিটে (NEET) অব্যবস্থার সমস্ত অভিযোগ খতিয়ে তদন্ত হয়েছে। অর্থাৎ ‘টেকনিক্যাল অ্যানালিসিস’ হয়েছে। এই দায়িত্বে ছিলেন, আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞরা। আর সেই বিশ্লেষণের জানা গিয়েছে, নিট-২০২৪ পরীক্ষায় কোনও স্তরে বেনিয়ম হয়নি। পাশাপাশি আরও যে একটি অভিযোগ ছিল যে, এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে স্থানীয় বা বিশেষ স্তরে কিছু পরীক্ষার্থীদের সুবিধা করে দেওয়া হয়েছে। যার কোনও প্রমাণ মেলেনি। নিজেদের বক্তব্যের সপক্ষে মাদ্রাজ আইআইটির একটি রিপোর্ট তুলে ধরেছে কেন্দ্র। কাজেই ফের পরীক্ষার দরকার নেই। অন্যদিকে NTA-ও এদিন হলফনামা কোর্টে জমা দিয়ে জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে কোনও গরমিল প্রমাণিত হয়নি। আদালতকে জানিয়েছে, তারা ২৪ লক্ষ পরীক্ষার্থীর কথা মাথায় রেখে পুনরায় নিট চায় না। জুলাইয়ের তৃতীত সপ্তাহ থেকে সফল পরীক্ষার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে চায়।
দেখুন ভিডিও