কলকাতা: অতিমারি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ফেব্রুয়ারি মাস থেকে কলকাতা মেট্রো রেলে টোকেন ব্যবস্থা ফিরতে পারে, সেই ইঙ্গিত আগেই ছিল। সোমবার মেট্রো রেলের তরফে এক বিবৃতিতে টোকেন ফেরার কথা ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই কলকাতা মেট্রোয় ফিরছে টোকেন।
বিবৃতিতে বলা হয়েছে, টোকেনগুলি মেট্রো টিকিট কাউন্টার ছাড়াও এখন থেকে স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিনেও পাওয়া যাবে। স্যানিটাইজার মেশিনে টোকেনগুলি নিয়মিত স্যানিটাইজ করা হবে। কোন মেট্রো স্টেশনে কতটা ভিড় হয়, তার ওপর ভিত্তি করে টোকেন স্যানিটাইজিং মেশিন বসানো হয়েছে।
Tokens are back in Metro.Please follow all Covid Protocols.#Unite2FightCorona pic.twitter.com/YxkZgLgv8i
— Metro Railway Kolkata (@metrorailwaykol) January 31, 2022
সূত্রের খবর, বেশি ভিড় হয়, এমন স্টেশনগুলিতে দু’টি করে টোকেন স্যানিটাইজিং মেশিন বসানো হয়েছে।আল্ট্রা ভায়োলেট রে-র মাধ্যমে স্যানিটাইজ করা হবে। মাত্র ৪ মিনিটেই স্যানিটাইজ হয়ে যাবে।
এদিকে, কোভিড বিধিনিষেধের মেয়াদ সোমবার আরও এক দফায় বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। তবে, আগের তুলনায় কিছু নিষেধাজ্ঞা শিথিলও করেছেন। তার পরই মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে টোকেন চালুর কথা বলা হয়।
আরও পড়ুন: Covid Restrictions Bengal: বৃহস্পতিবার থেকে খুলছে স্কুল-কলেজ, ১৫ ফেব্রুয়ারি অবধি রাজ্যে বিধিনিষেধ
করোনাভাইরাসের জেরে টিকিট কাউন্টারে ভিড় এড়াতে মেট্রোয় টোকেন বন্ধ করে দেওয়া হয়েছিল। শুরু হয়েছিল স্মার্ট কার্ডে যাতায়াত। মেট্রোর এই সিদ্ধান্তে সমস্যায় পড়তে হচ্ছিল আমজনতাকে। জেনারেল ম্যানেজার মনোজ যোশী সোমবার মেট্রোর শীর্ষ আধিকারিকদের বৈঠক ডেকেছিলেন। সেখানেই ১ ফেব্রুয়ারি থেকে টোকেন চালুর সিদ্ধান্ত হয়।
সূত্রের খবর, টোকেন ব্যবস্থা বন্ধ হওয়ার কারণে সাধারণ মানুষের ভোগান্তি শুধু নয়, মেট্রোর আয়ও কমেছিল। তাই আয় বাড়াতেই ফেব্রুয়ারি থেকে টোকেন ফেরানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।