ওয়েবডেস্ক- জ্যোতিষ শাস্ত্র (Horoscope) অনুযায়ী আসছে বুধের অস্তমিত দশা (Mercury’s waning phase) । বুধের এই দশা প্রভাব ফেলবে জাতক জাতিকাদের জীবনে। সব চেয়ে বেশি প্রভাব ৬ রাশির জীবনে। বুধ ১০ জুন পর্যন্ত অস্তমিত থাকবে। নির্দিষ্ট রাশিগুলিকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে।
মেষ: মেষ রাশির জীবনে প্রভাব পড়বে বুধের অস্তমিত যোগে। শত্রুরা সমস্যা তৈরি করতে পারে। কেরিয়ার নিয়ে সচেতন থাকুন। কারুর কথায় হঠাৎ করে প্রভাবিত হবেন না। শরীরের দিকে খেয়াল রাখুন।
মিথুন: মিথুন রাশির অধিপতি হলেন বুধ, তাই বুধের অস্তমিত হওয়া খুব সুখকর পরিস্থিতি তৈরি করবে না। কেরিয়ারে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। কর্মক্ষেত্রে বিরুদ্ধ পরিস্থিতি এড়িয়ে চলুন। অযথা মাথা গরম করবেন না। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। গুরুজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। স্বাস্থ্য সচেতন থাকুন।
আরও পড়ুন- শনিদেবের স্থান পরিবর্তনে শুভ-অশুভ প্রভাব, এখন থেকেই হতে হবে সতর্ক
কর্কট: কর্কট রাশির জাতকদের জন্যও, বুধের অস্ত যাওয়ার ফলে নেতিবাচক ফলাফল আসতে পারে। বিনিয়োগ এড়িয়ে চলুন। আয় বুঝে ব্যয় করুন। অহেতুক খরচ কমান। নিজের কাজের প্রতি সজাগ থাকুন। কর্মক্ষেত্রে সকলের সঙ্গে মিলে মিশে কাজ করার চেষ্টা করুন। বাতের ব্যথা ও মাইগ্রেন কষ্ট দিতে পারে।
সিংহ: সিংহ রাশির জাতকদের জন্য, বুধ গ্রহের অস্ত যাওয়া চাকরি এবং ব্যবসায় সমস্যা তৈরি করতে পারেন। বাড়তে পারে মানসিক অস্থিরতা। সিদ্ধান্ত ভেবে চিন্তে নিন। অহেতুক ঝামেলা বিবাদ এড়িয়ে চলুন। স্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়তে পারে, দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখার চেষ্টা করুন।
মকর: বুধের অস্তমিত দশা জাতক জাতিকাদের জীবনে সমস্যা তৈরি করতে পারেন। বিশেষ করে আর্থিক দিকে সতর্ক থাকুন। পরিবারের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন। কথাবার্তায় সংযত থাকুন। বিনিয়োগ এড়িয়ে চলুন।
মীন: মীন রাশির জাতকদের জীবনে প্রভাব ফেলতে বুধের অস্তমিত দশা। আর্থিক খরচ নিয়ন্ত্রণ করতে হবে, না ভুগতে হবে। বাড়বে মানসিক চাপ। ধীর, স্থীর থাকতে প্রাণায়ম, ধ্যানের দিকে মনসংযোগ করুন। কর্মক্ষেত্রে শত্রুর সংখ্যা বাড়তে পারে। চোখ-কান খোলা রেখে কাজ করুন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।