কলকাতা: সাধারণত শার্ট (Shirt) প্যান্ট ছেলেদের পোশাক কিন্তু বর্তমান যুগে এটি ইউনিসেক্স ফ্যাশন হয়ে উঠেছে। অর্থাৎ এই ধরনের জিনিস গুলি ছেলে বা মেয়ে উভয়েই পরতে পারেন। কিন্তু এটা কী লক্ষ্য করেছেন, ছেলে আর মেয়েদের শার্টে একটি সূক্ষ পার্থক্য রয়েছে! আসলে লক্ষ্য করলে দেখবেন, মেয়েদের জামা বা শার্টের বোতাম বাঁ-দিকে থাকে। এবং ছেলেদের শার্টে তা থাকে ডান দিকে। এটা শুধুমাত্র ফ্যাশনজনিত কারন বা দুটোকে পার্থক্য করার জন্য তা নয় এর পিছনে রয়েছে বিশেষ কারণ।
ইতিহাস বলছে, প্রাচীনকালে ছেলেরা যখন ঘোড়া নিয়ে ছুটতেন তখন রাস্তার বাম দিক ঘেঁষেই যেতেন, যাতে ডান হাতে তলোয়ার চালাতে সুবিধা হয়। সেই তলোয়ার গোঁজা থাকত বাম কোমরে। বের করার সময় তলোয়ার যাতে জামা বা কোটের বোতামের খাঁজে আটকে না যায়, সেজন্যই বোতাম ডান দিকে বসানো হতো।
একইভাবে মহিলাদের ক্ষেত্রে ছোট বাচ্চাকে বাম দিকে ধরতে সুবিধা হয় এবং বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় ডান হাতে শার্টের বোতাম খুলতে হয়। সেক্ষেত্রে বোতাম ডান দিকে থাকলে তা খুলতে কষ্ট হয়। বিষয়টা মাথায় রেখেই বোতাম বাম দিকে বসানো হয়।
আরও একটি যুক্তি হল, রেনেসাঁ এবং ভিক্টোরীয় যুগের অভিজাত মহিলারা যে ভাবে পোশাক পরতেন, তার মধ্যেই এই রহস্য লুকিয়ে রয়েছে। সে যুগে পুরুষদের তুলনায় মহিলাদের পোশাক বেশ ওজনদার হত। বেশির ভাগ ক্ষেত্রেই পরিচারকদের সাহায্য নিয়ে সে সব জামাকাপড় পরতে হত মহিলাদের। এমনকি, তাঁদের জামাকাপড়ের বোতামও আটকে দিতেন পরিচারকেরা। তাঁদের সুবিধার জন্যই মহিলাদের পোশাকের বাঁ-দিকে বোতামের জায়গা করা হয়েছিল। যাতে ডান হাত দিয়ে বোতাম আটকাতে পারেন পরিচারকেরা। এ নিয়ে ভিন্ন তত্ত্ব চালু থাকলেও কোনটি যে ঠিক, তা অবশ্য ইতিহাসবিদের কাছে স্পষ্ট নয়।