কালনা: প্রবল গরমে রাজ্যে ফের মৃত্যু৷ পুকুরে পানা পরিষ্কারের সময় সানস্ট্রোকে আক্রান্ত হন এক ব্যক্তির৷ বুধবার ঘটনাটি ঘটেছে কালনা স্টেশন সংলগ্ন এলাকায়৷ পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তির নাম ঝুরন মাহালি৷ এ দিন সকালে কালনা স্টেশন সংলগ্ন এলাকার একটি পুকুরে পানা পরিষ্কারের কাজ করছিলেন তিনি৷ সেই সময় অসুস্থ বোধ করেন৷ অচেতৈন্য হয়ে পড়েন৷ সহকর্মীরা উদ্ধার করে ঝুরনকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
কালনা মহকুমা হাসপাতালের সুপার অরূপ রতন করণও মনে করছেন, হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির৷ তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, হিটস্ট্রোকই মৃত্যুর কারণ৷ যদিও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে৷’ ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে৷ ঝুরনের সহকর্মী জানিয়েছেন, তীব্র গরমে হঠাৎই ঝুরন পুকুরের মধ্যেই নেতিয়ে পড়েন৷ সঙ্গে সঙ্গে তাঁকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
তীব্র দাবদাহে পুড়ছে বাংলা৷ গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন মানুষজন৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসুস্থতার খবর মিলছে৷ মঙ্গলবার যাদবপুর বিদ্যাপীঠের এক ছাত্রী প্রবল গরমে অসুস্থ হয়ে মারা যান৷ পূর্ব মেদিনীপুরের তমলুকে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা শুরু হয়৷ তারপর সুস্থ বোধ করে মেয়েটি৷ স্যালাইনের সূচ নিয়েই হাসপাতালেই পরীক্ষা দেয় সে৷
আরও পড়ুন: Yoga to reduce body heat: প্রচণ্ড গরমে শরীর ঠাণ্ডা রাখতে ৩ যোগাসনের দাওয়াই মলাইকার