ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস।
আজকে একটা বিষয় মাথাচাড়া দিচ্ছে আমার আপনার সবার মধ্যে। কোভিডে (Covid 19) হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুধু তাই নয়, আপনি যাঁর সঙ্গে রোজ কথা বলেন অথচ তাঁর নাম পড়ছে না। প্রতিদিন যাতায়াত করেন অথচ জায়গার নাম ভুলে যাচ্ছেন।
এরকম ঘটনা যদি ঘটে থাকে, এটাকে চিকিৎসা পরিষেবায় বলা হয় ‘লং কোভিড’ (Long Covid)। লং কোভিডে আক্রান্ত হলে যে শুধু শ্বাসকষ্ট, চট করে ঠান্ডা লাগা, হৃদযন্ত্রের সমস্যার মতো শারীরিক সমস্যা দেখা দিচ্ছে তা কিন্তু নয়। এর দোসর হিসেবে ‘প্রোসোপ্যাগনেশিয়া’। কী এই প্রোসোপ্যাগনেশিয়া? টক অন ফ্যাক্টসে আজকের প্রথম টপিক এটাই।
আইপিএল (IPL) শুরু হতে বাকি আর সাতদিন মানে এক সপ্তাহ। আর তার আগেই আইপিএলে যুক্ত হল কিছু নিয়ম। সেগুলো কী কী, তাই নিয়েই দ্বিতীয় বিষয়।
এবার আজকের শেষ টপিকে যাওয়া যাক। আচ্ছা, আইনজীবীরা (Advocate) কেন কালো পোশাক পরেন কোনও দিন ভেবে দেখেছেন? উত্তর অবশ্য একটা নয়, একাধিক রয়েছে। টক অন ফ্যাক্টসে (Talk on Facts) আজকের তৃতীয় বিষয় এই নিয়েই।