মুম্বই: মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে (Noriman Point), ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস-এর আনা হল রতন নাভাল টাটার (Ratan Naval Tata) মরদেহ। আজ দুপুর ৩টে পর্যন্ত সাধারণ মানুষ তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন। এরপর এদিন বিকেলে ওরলিতে রতন টাটার শেষকৃত্য সম্পন্ন হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শেষকৃত্য।
প্রয়াত শিল্পপতির মরদেহ নিয়ে দুপুর ৩টেয় নরিম্যান পয়েন্ট থেকে ওরলির উদ্দেশে রওনা দেওয়া হবে। বিকেল ৪টে নাগাদ শুরু হবে তাঁর শেষকৃত্যের কাজ। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে রতন টাটার প্রয়াণে মহারাষ্ট্রে আজ শোকদিবস পালিত হচ্ছে। রাজ্য সরকারের সমস্ত কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গোটা রাজ্যে এদিনের সমস্ত বিনোদনমূলক অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে।
আরও পড়ুন: ইন্দো-চীন যুদ্ধ হতে দেয়নি রতন টাটার বিবাহ!
#WATCH | Mumbai | Mortal remains of veteran industrialist Ratan N Tata kept at NCPA lawns for the public to pay their last respects pic.twitter.com/9YlcsHgo1u
— ANI (@ANI) October 10, 2024
বুধবার রাতে মুম্বইয়ের হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন টাটা সনসের চেয়ারম্যান এমেরিটাস। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। সম্প্রতি তাঁর অসুস্থতার খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায়। সেই সময় নিজেই সকলকে আশ্বস্ত করেন রতন টাটা। জানান, বার্ধক্যজনিত কারণে, সেই সংক্রান্ত অসুস্থতার জন্য হাসপাতালে রুটিন চেকআপ করাতে পৌঁছেছেন তিনি। তাঁকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। এতে হাঁফ ছেড়েছিলেন তাঁর অনুরাগীরা।
কিন্তু বুধবার সন্ধের পর থেকেই বোঝা যায়, পরিস্থিতি খুব একটা ভালো নয়। রতন টাটার ঘনিষ্ঠ এক সহযোগী প্রথমন সংবাদ সংস্থা IANS-এ মুখ খোলেন। জানান, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রুটিন চেকআপের জন্যই পৌঁছন রতন টাটা। কিন্তু ক্রমশ অবস্থার অবনতি হয় তাঁর। ‘সঙ্কটজনক’ অবস্থায় ভর্তি করতে হয় ICU-তে। কিন্তু রতন টাটা যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, রাত থেকেই শোনা যেতে শুরু করে। শেষ পর্যন্ত ইহলোকের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন তিনি।
দেখুন ভিডিও: