এই যে গরম (Summer) পড়ে গিয়েছে এসি (AC) আমরা চালাচ্ছি আবার এখনও কেউ কেউ চালায়নি। কিন্তু এতদিন শীতকালের (Winter) পর হঠাৎ করে যদি এসি চালাতে যান তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। কিছু জিনিস না মেনে হঠাৎ করেই যদি চালান তাহলে যন্ত্র বিকলের সম্ভাবনা যেমন আছে, তেমনি বিস্ফোরণও উড়িয়ে দেওয়া যায় না। তাই চালানোর আগে রক্ষণাবেক্ষণের প্রয়োজন। আসুন জেনে নিন বিস্তারিত।
তার আগে কী কী কারণে এসি বিগড়ে যেতে পারে, তা জেনে নেওয়া যাক
১) অনেক পুরনো বা নিম্নমানের যন্ত্র ব্যবহার করলে, প্রচণ্ড গরমে ঘর ঠান্ডা করার ক্ষেত্রে অতিরিক্ত চাপ পড়ে। তখন যন্ত্র বিকল হওয়া অস্বাভাবিক নয়।
২) ঘরের আয়তন বুঝে এসি না কিনলেও এই ধরনের বিপত্তি ঘটতে পারে
৩) শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে আগুন লাগা বা বিস্ফোরণ ঘটার অন্যতম কারণ হল এসির গ্যাস লিক হওয়া। তাই বেশ কিছু দিন বন্ধ থাকার পর, আবার এসি চালাতে গেলে আগে গ্যাস লিক হচ্ছে কি না, তা দেখে নেওয়া উচিত।
আরও পড়ুন: Talk on Facts | Indian Railway | দেশের এই রাজ্যে নেই কোনও রেলস্টেশন
৪) একটানা অনেকক্ষণ এসি চালানোর ফলে যন্ত্রটির উপর অতিরিক্ত চাপ পড়ে। সেখান থেকেও অনেক সময়ে দুর্ঘটনা ঘটে।
৫) এসি-র ভিতরে কোনও বৈদ্যুতিক তার আলগা হয়ে গেলে, সেখান থেকেও বিপদ ঘটতে পারে।
তাহলে অনেকদিন বন্ধ থাকার পর এসি চালানোর আগে এই বিষয়গুলি মাথায় রাখবেন। আর আমাদের কমেন্ট করতে ভুলবেন না।
আর টক অন ফ্যাক্টস দেখতে চোখ থাকুক কলকাতা টিভি অনলাইন, ইউটিউব, দুটো ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আর এই শো-এর ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্টে।