গত ৮০ বছর ধরে আন্তর্জাতিক আর্থিক লেনদেনের বাজারে একচ্ছত্রভাবে ছড়ি ঘুরিয়েছে ডলার (Dollar)। অন্য কোনও দেশের মুদ্রা আন্তর্জাতিক ক্ষেত্রে এত প্রাধান্য পায়নি। ডলারের এই রাজত্বের দিন কি অদূর ভবিষ্যতে ফুরিয়ে যেতে পারে? সাম্প্রতিক সময়ে ভারত সরকারের (Government of India) কিছু পদক্ষেপে আন্তর্জাতিক লেনদেনে প্রাধান্য পেয়েছে ভারতীয় মুদ্রা (Indian Currency)। বেশ কয়েকটি দেশ সম্প্রতি নিজেদের আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যম হিসাবে অন্য মুদ্রা ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে। তার মধ্যে ভারতীয় মুদ্রাও রয়েছে।
বিশ্বের মোট ১৮টি দেশে ‘স্পেশাল রুপি ভস্ত্রো অ্যাকাউন্ট’ বা এসআরভিএ (SRVA) খোলায় সবুজ সঙ্কেত দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। কোন কোন দেশ পেল আরবিআইয়ের সম্মতি? তাতে ভারতের কী লাভ হতে পারে? দেখে নেওয়া যাক।
আরও পড়ুন: Talk on Facts | রাতে ঘুম হচ্ছে না, ত্যাগ করুন এই এই খাবার
আন্তর্জাতিক বাজারে কি শীঘ্রই ছড়ি ঘোরাবে ভারতের টাকা?
* রাশিয়া, সিঙ্গাপুর, বৎসোয়ানা, জার্মানি, ব্রিটেন, ফিজি, গায়ানা, ইজরায়েল, কেনিয়া, মালয়েশিয়া, মরিশাস, মায়ানমার, নিউজিল্যান্ড, ওমান, তানজানিয়া, উগান্ডার মতো মোট ১৮টি দেশ আরবিআইয়ের তালিকায় আছে।
* এই দেশগুলি নিজ নিজ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলারে আগ্রহ হারিয়েছে।
* ডলারের বিকল্প হিসাবে তারা ভারতীয় টাকায় উৎসাহ প্রকাশ করেছে বলে জানিয়েছে কেন্দ্র।
* ভারত এখন তার নিজস্ব টাকায় ৪৪টির বেশি দেশের সঙ্গে বাণিজ্য করে থাকে।
* আমেরিকা বরাবর তাদের ডলারকে অন্য দেশগুলিকে দমিয়ে দেওয়ার অস্ত্র হিসাবে দেখে এসেছে।
* এই পন্থাই ডলারের পতনের সূচনা করেছে বলে দাবি বিশেষজ্ঞদের।
* আগামী দিনে ডলারের মূল্য, গুরুত্ব যত কমবে, তত অন্যদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে বলেও মনে করছেন তাঁরা।