টোকিও: গ্রুপ লিগেও হারতে হয়েছিল গ্রেট ব্রিটেনের কাছে। ব্রোঞ্জ মেডেল ম্যাচেও ব্রিটেনের বিরুদ্ধে জয়ের মুখ দেখতে পারল না ভারতীয় মহিলা হকি দল। হাড্ডাহাডি লড়াই করেও ব্রিটিশদের কাছে ৪-৩ গোলে হারতে হল রানি রামপালদের। অলিম্পিক্সে প্রথম বারের জন্য পদক জেতার দোড়গোড়ায় পৌঁছেও খালি হাতে ফিরতে হচ্ছে তাঁদের। মেয়েদের হকিতে ৪১ বছর পর ফের চতুর্থ স্থানে ভারত।
আরও পড়ুন: ৪১ বছর পর হকিতে পদক, জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জয় ভারতের
৪১ বছর পর টোকিওয় অলিম্পিক্স হকিতে ব্রোঞ্জ জিতেছে ভারতের ছেলেরা। আশা জাগিয়েছিলেন মেয়েরাও। দুরন্ত লড়াই করে অলিম্পিস্কের সেমিফাইনালে উঠেছিলেন তাঁরা। তবে সেমিফাইনালে আর্জেন্টিনার ১-২ গোলে হেরে যায় ভারত। মনে করা হচ্ছিল, সোনা-রুপো হাতছাড়া হলেও জুটতে পারে ব্রোঞ্জ। কিন্তু গ্রেট ব্রিটেনের কাছে হেরে যাওয়ায় তা আর সম্ভব হল না। অলিম্পিক্স থেকে খালি হাতে ফিরলেও টোকিওয় মেয়েদের লড়াই প্রশংসা কুড়িয়েছে।
বৃহস্পতিবার ব্রোঞ্জ মেডেল ম্যাচে টান টান লড়াই শেষে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে দেয় ভারতীয় পুরুষ হকি দল। ১৯৮০-র পর দেশের জন্য পদক আনেন মনপ্রীতরা। ভারতের হয়ে জোড়া গোল করেন সিমরনজিৎ সিং। ভারতীয় হকি দলের এই সাফল্যকে ঐতিহাসিক বলে আখ্যা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘হকি দলের এই সাফল্য গোটা দেশের স্বপ্নকে বাস্তবায়িত করেছে।’