ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস (Talk on Facts), আপনাদের সঙ্গে আমি অমৃতা।
মানুষের আয়ু বাড়বে নাকি কমবে এই নিয়ে বিস্তর জল্পনা চলছে। এরই মাঝে একটি রিপোর্ট সামনে এল যা শুনলে অনেকেই খুশি হবেন। কেন জানেন? এবার নাকি মানুষের আয়ু বাড়বে। হ্যাঁ, সত্যি। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের (Georgia University) এক শিক্ষক, ডেভিড ম্যাকার্থি (David McCarthy) কী বলেছেন দেখে নেওয়া যাক।
আরও পড়ুন: Talk on Facts | IPL | Coffee House | কোহলির রেকর্ড, কফি হাউসের নতুন চমক! রইল আজকের টক অন ফ্যাক্টসে
এবার পরের টপিকে যাওয়া যাক।
অতিরিক্ত ধূমপান (Smoking) ডেকে আনে অন্ধত্বও (Blindness)! হ্যাঁ, ঠিকই শুনছেন। ধূমপানের ফলে ফুসফুস (Lungs) ক্ষতিগ্রস্ত হয়, বিপদ ডেকে আনে হৃৎপিণ্ডেও (Heart)। এসব জানাই ছিল। এবার শোনা যাচ্ছে, মাত্রাতিরিক্ত ধূমপানের ফলে দেখা দিতে পারে চোখের সমস্যাও। এ বিষয়ে একটু একটু বিস্তারিত দেখে নেওয়া যাক।