ওয়েব ডেস্ক: সামান্য পার্কিং নিয়ে বিবাদ, আর সেই কারণেই চলে গেল প্রাণ। দিল্লির নিজামুদ্দিনে খুন হলেন বলিউড (Bollywood) অভিনেত্রী হুমা কুরেশির (Huma Qureshi) খুড়তুতো ভাই আসিফ কুরেশি (৪২) (Actor Huma Qureshi’s Cousin Murdered Over Parking Space In Delhi)।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ির সামনে রাখা মোটরবাইক সরাতে বলেন আসিফ। সেই নিয়ে বচসা বাধে স্থানীয় দুই যুবকের সঙ্গে। প্রথমে তারা সেখান থেকে চলে গেলেও কিছুক্ষণ পরে ফিরে এসে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় আসিফের উপর।
আরও খবর: ‘ধূমকেতু’তে অভিনয় করেও প্রচারে টানা অনুপস্থিত চিরঞ্জিত! মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা!
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে খুনের অস্ত্রও। প্রাথমিক অনুমান, পার্কিং বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড।
দেখুন আরও খবর: