হাওড়াঃ স্কুল ছুটির পর অভিভাবক সেজে শিশুকে অপহরণ (Child Kidnap)। গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের। ঘটনাটি ঘটেছে সোমবার হাওড়ার গোলাবাড়ি থানার (Golabari Police Station) অন্তর্গত পিলখানা এলাকায়।পরে অবশ্য তাঁকে উদ্ধার করা হয়।
রোজকার মতো স্কুলে গিয়েছিল একরত্তি। পড়াশোনা শেষ করে স্কুল থেকে বেরোনোর পথে অভিভাবকের হাত ধরে বেরিয়ে আসে ছাত্রী দিব্যা রাজ্জাক।কিছুটা যাওয়ার পর বুঝতে পারে সে, যে তাঁর বাবা বা মা নয় সে। কিংবা পরিবারের কারও সঙ্গেই মিল নেই সেই ব্যক্তির।এতক্ষণ যার হাট ধরে এগিয়ে যাচ্ছিল, সেই মানুষটি অন্য একজন।
বিষয়টি বুঝতে পেরে ভয়ে শিশুটি চিৎকার চেঁচামেচি শুরু করে।ততক্ষণে বাচ্চাটিকে আনতে স্কুলে পৌঁছয় অভিভাবকরা। কিন্তু স্কুলের তরফে জানায় অনেক আগেই ছাত্রী, দিব্যা রাজ্জাক তাঁর অভিভাবকের সঙ্গে স্কুল থেকে বেরিয়ে গিয়েছে।এরপরই দিব্যার অভিভাবকরা খোঁজাখুঁজি শুরু করেন।
আরও পড়ুন Tapan Kandu: ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
পুলিস জানিয়েছে, হাওড়া বঙ্কিম সেতুর কাছে পুলিসের চেকিং পয়েন্টের কাছে শিশুটিকে প্রথমে দেখা যায়। যা স্কুল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে। ঠিক পিঠে ব্যাগ ও গলায় স্কুলের আইডেন্টি কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে।সন্দেহ হয় পুলিসের। ব্যাগে থাকা বই খাতা এবং ওই কার্ড দেখে শিশুটির স্কুল ও বাড়িতে খবর দেয় পুলিস। শিশুটিকে উদার করে নিয়ে যাওয়া হয় হাওড়া গোলাবাড়ি থানায়। একইসঙ্গে খবর দেওয়া হয় বাড়ির লোকজনকে।তাঁরা এসে শিশুটিকে বাড়ি নিয়ে যায়।
কীভাবে সকলের চোখ এড়িয়েচ ছাত্রীকে স্কুল থেকে কেউ অভিভাবক সেজে বের করে নিয়ে গেল, এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিস।