আজ আপনাকে কী কী মোকাবিলা চ্যালেঞ্জ করতে হতে পারে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? কী আছে আপনার ভাগ্যে? জেনে নিন বুধবার আপনার কেমন যাবে সারাদিন।
মেষ রাশি- মেষ রাশির জাতকরা নিজের ওপর নেতিবাচক চিন্তাভাবনাকে প্রভাব ফেলতে দেবেন না। তা না-হলে আপনার ইতিবাচক চিন্তাভাবনায় পরিবর্তন দেখা দিতে পারে। এই রাশির জাতকরা আজ কোনও কিছুতে আপোস করবেন না। তবে ব্যবসায় কোনও কারণে আপোস করে থাকলে, তার অধীন হয়ে পড়বেন না। সামাজিক ক্ষেত্রে আনন্দ লাভ করবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
বৃষ রাশি- বৃষ রাশির জাতকরা কাজের পথে আগত সমস্যা ও কঠিন পরিস্থিতি এই দুই থেকেই স্বস্তি পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে মধুর কথাবার্তা বলবেন। সম্পর্ক উন্নত করার জন্য কোনও যাত্রায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন এই রাশির জাতক। আর্থিক দিক দিয়ে উন্নতি হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা পাবেন। এর ফলে পরিবারের সদস্যদের উচ্চাকাঙ্খা পূরণ করতে পারবেন।
মিথুন রাশি-মিথুন রাশির জাতকদের নিজের কার্য পরিকল্পিা গোপন রাখতে হবে। কারও সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নেবেন না, তা না-হলে বন্ধুও আপনার শত্রু হতে পারে। চাকরিজীবীদের অধিক কাজ দেওয়া হবে। যার ফলে তাঁরা চিন্তিত হয়ে পড়বেন। তবে টিম ওয়ার্ক করলে সেই কাজ সহজে পুরো করতে পারবেন। আধিকারিকরা আপনার প্রশংসা করবেন
কর্কট রাশি– কর্কট রাশির জাতকরা কাজের পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন। কোনও শুভ অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে। পরিবারের বরিষ্ঠদের পরামর্শে বোনের বিয়েতে আগত বাধা দূর হবে। তিক্ততাকে মাধুর্যে পরিণত করার কৌশল শিখতে হবে, তখনই অন্যের সাহায্য নিতে পারবেন। তা না-হলে সমস্যায় ঘিরতে থাকবেন। সন্ধ্যাবেলা মা-বাবার সেবা করুন। এর ফলে মানসিক শান্তি পাবেন।
সিংহ রাশি- সিংহ রাশির জাতকরা আজ আইনি জটিলতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। কারও সঙ্গে বিবাদে জড়ালে নিজের বাণীতে সৌম্যতা বজায় রাখুন। ছাত্রছাত্রীরা কোনও প্রতিযোগিতায় প্রত্যাশিত সাফল্য লাভ না-করায় মনে কষ্ট পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিন ভালো। পারিবারিক ব্যবসার জন্য ভাইদের সহযোগিতার প্রয়োজন হবে। সন্ধ্যাবেলা কোনও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
কন্যা রাশি- কন্যা রাশির জাতকদের সময়ের সদ্ব্যবহার করে কাজ করতে হবে। সময় অনুযায়ী কাজের দিকে অগ্রসর হন। ছোটখাটো সমস্যার মুখোমুখি হবেন। তবে এই সমস্যা বাতিল করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আপনাদের। ব্যবসায় ভালো উপার্জন হবে। দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণে কিছু অর্থ ব্যয় করতে হবে। প্রেমীদের মধ্যে কোনও অবসাদ চলতে থাকলে, তা সমাপ্ত হবে। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা করবেন।
তুলা রাশি- তুলা রাশির জাতকরা চাকরিতে আজ স্বচ্ছ মনে যে কাজ করবেন, তাতে বিশেষ লাভ হবে। দীর্ঘদিন ধরে কোনও সরকারি কাজ আটকে থাকলে, তা পুরো করার চেষ্টা করতে পারেন। সাবধানে যাত্রা করুন, কারণ গাড়ি নষ্ট হয়ে আপনার সমস্যা বাড়িয়ে দিতে পারে। বন্ধুর সাহায্যে সন্তানের বিবাহে আগত বাধা দূর হবে। প্রপার্ট ডিলারদের জন্য আজকের দিনটি বিশেষ। সম্পত্তি বিক্রীর পরিকল্পনা করে থাকলে, সব দিক ভালো ভাবে খতিয়ে দেখবেন।
বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতকদের মেজাজ খিটখিটে হবে। এর ফলে আপনার কাজ নষ্ট হতে পারে। তাই আজ আপনার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কাজ না-থাকলে তা বাতিল করে দিন। পরিবারের সদস্যদের সঙ্গে অবসাদ বাড়তে পারে। তবে আপনাদের বাণী মাধুর্য বজায় রাখতে হবে। তা না-হলে আপনার সম্পর্কে বিভেদ সৃষ্টি হতে পারে। শ্বশুরবাড়ির তরফে লাভ সম্ভব। মা-বাবাকে নিজের সমস্যা সম্পর্কে জানাবেন। এর ফলে আপনার মানসিক বোঝা কমবে।
ধনু রাশি- ধনু রাশির জাতকদের আজকের দিনটি আর্থিক বিষয়ে লাভ প্রদান করবে। এর ফলে সমস্যায় থাকবেন। সন্তানের শিক্ষায় আগত বাধা দূর করার জন্য বাবার পরামর্শ নিতে হবে। সন্তানকে ভালো কাজ করতে দেখে মনে আনন্দ থাকবে। কর্মক্ষেত্রে শত্রুরা আপনাকে অযথা সমস্যায় ফেলার চেষ্টা করবেন। তবে তাঁদের সমস্ত ষড়যন্ত্র এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। বুদ্ধি ও বিচক্ষণতার সাহায্যে সমস্ত কাজ পূর্ণ করুন। বিবাহযোগ্য জাতকরা বিয়ের ভালো প্রস্তাব পাবেন। পরিবারের সদস্যরা এই সম্পর্কে সহমত পোষণ করবেন।
মকর রাশি- আজ মকর রাশির জাতকরা কাজের চাপের কারণে পরিবারের সদস্যদের জন্য সময় বের করতে পারবেন না। যার ফলে জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। কিন্তু এমন কোনও পরিস্থিতি উৎপন্ন হলে জীবনসঙ্গীকে বোঝানোর চেষ্টা করুন। কোনও ব্যবসায়িক চুক্তি আটকে যেতে পারে। এর ফলে সমস্যায় পড়বেন। ধন লাভ হওয়ায় দৈনন্দিন কাজ সহজে পূর্ণ হবে। ভবিষ্যতে আর্থিক পরিস্থিতির কারণে চিন্তিত থাকবেন।
কুম্ভ রাশি- কুম্ভ রাশির জাতকরা সন্তানের কোনও গুরুত্বপূর্ণ কাজের কারণে যাত্রা করতে পারেন। দৈনন্দিন গতিবিধিতে পরিবর্তন করতে হবে। কারও সঙ্গে কোনও লেনদেন করবেন না। কারণ এর জন্য দিন ভালো নয়। যাত্রার কারণে কোনও অনুষ্ঠান স্থগিত করতে হবে। মায়ের জন্য কোনও সারপ্রাইজ প্ল্য়ান করতে পারেন। পরিবারের সদস্যরা এতে আপনার সাহায্য করবে।
মীন রাশি- মীন রাশির জাতকরা আজ যে কাজ করবেন তাতে অবশ্যই সফল হবেন। আপনারা সেই কাজ করবেন যা আপনার অধিক প্রিয়। ইচ্ছাপূরণ হওয়ায় মন প্রসন্ন হবে। জীবনসঙ্গীর সঙ্গে শপিংয়ে যেতে পারেন। আয়-ব্যয় মাথায় রেখে কাজ করুন। তা না-হলে সমস্যার মুখোমুখি হবেন। কোনও বন্ধুর সাহায্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা সম্পন্ন হবে। এর ফলে মনে আনন্দ থাকবে। অর্থ লগ্নির পরিকল্পনা করে থাকলে দিন ভালো।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। কলকাতা টিভি অনলাইন এটি নিশ্চিত করে না।)