আজ আপনাকে কী কী মোকাবিলা চ্যালেঞ্জ করতে হতে পারে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? কী আছে আপনার ভাগ্যে? জেনে নিন বুধবার আপনার কেমন যাবে সারাদিন।
মেষ রাশি- মেষ রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। নিজের কাজ ছেড়ে অন্যের কাজে বেশি মনোনিবেশ করবেন না।কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন করলে আপনি লাভান্বিত হতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের সমস্যা হতে পারে। সেজন্য দৌড়ঝাঁপ করতে হবে। তাই সতর্ক থাকুন ও চিকিৎসকের পরামর্শ নিন।
বৃষ রাশি- বৃষ রাশির জাতকদের আজকের দিনটি অন্যান্য দিনের তুলনায় ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা করে থাকলে তা সহজে করতে পারবেন। ভাগ্যের সঙ্গ পাবেন এই রাশির জাতক। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সন্তানের কোনও কাজের কারণে সমস্যায় পড়তে পারেন। সততার সঙ্গে কাজ পূর্ণ করবেন। তবে স্বাস্থ্যের যত্ন নিন।
মিথুন রাশি- মিথুন রাশির জাতকরা মা-বাবা ও উচ্চাধিকারিকদের কৃপায় কোনও বহু প্রতিক্ষীত কোনও মূল্যবান বস্তু লাভ করতে পারেন। রাতের বেলা দ্রুতগতিতে গাড়ি চালাবেন না, দুর্ঘটনা সম্ভব। তাই যাত্রার আগে সতর্ক থাকুন। আর্থিক লেনদেন করবেন না, তা না হলে লোকসান সম্ভব। সন্তানের অর্থের অপব্যয়ের কারণে চিন্তিত থাকবেন।
কর্কট রাশি- কর্কট রাশির জাতকদের আজকের দিনটি ভালো কাটবে। বিদেশি আত্মীয়রা সুসংবাদ পাবেন। পরিবারের কোনও সদস্যের বিবাহে বাধা থাকলে তা আজ সমাপ্ত হবে। বিয়ে পাকা হতে পারে। এর ফলে পরিবারে আনন্দের আগমন ঘটবে। সামাজিক কাজের ফলে আপনার প্রতিষ্ঠা বাড়বে। তবে তাড়াহুড়ো ও আবেগপ্রবণতায় কোনও সিদ্ধান্ত নেবেন না। বুদ্ধি ও বিবেকের সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করুন। তখনই সাফল্য লাভ করতে পারবেন। বড়সড় পরিমাণে অর্থ লাভের ফলে আনন্দিত হবেন।
সিংহ রাশি- সিংহ রাশির জাতকরা সন্তানের কেরিয়ার সংক্রান্ত কোনও সুসংবাদ পাবেন। সন্তানের প্রতি নিজের দায়িত্ব পূরণে সফল হবেন। মনের বোঝা হাল্কা হবে। রাজনীতির সঙ্গে জড়িত জাতকরা অপ্রত্যাশিত সাফল্য লাভ করতে পারেন, এর ফলে উন্নতি হবে। ছাত্রছাত্রীরা কঠিন পরিশ্রমের পরই সাফল্য লাভ করতে পারেন। সন্ধ্যাবেলা পরিজনজের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন। খাওয়া-দাওয়ার যত্ন না-নিলে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
কন্যা রাশি- কন্যা রাশির জাতকরা নিজের প্রচেষ্টায় সফল হবেন। মনে কোনও চিন্তাভাবনা এলে শীঘ্র তা কার্যকরী করে দিন। ভাই বা অন্য কাউকে এ সম্পর্কে জানালে তাঁরা এর লাভ তুলতে পারেন। অংশীদারীত্বে কোনও ব্যবসা করে থাকলে সর্বাধিক লাভ হবে। কাজে মনোনিবেশ করবেন ও পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সন্ধ্যাবেলা ভবিষ্যৎ রণনীতি প্রসঙ্গে আলোচনা করতে পারেন।
তুলা রাশি- তুলা রাশির জাতকরা ব্যবসায়ে আয়ের নতুন উৎস পাবেন। আজকের দিনটি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা ও প্রতিযোগিতার ক্ষেত্রে বিশেষ কিছু অভিজ্ঞতা নিয়ে আসবে। বাড়ির কোনও কাজের কারণে যাত্রা করতে পারেন এই রাশির জাতক। এর ফলে সর্দি, কাশি, জ্বর, আবহাওয়াজনিত রোগ ইত্যাদি হতে পারে। সন্ধ্যাবেলা জীবনসঙ্গীর সঙ্গে কোনও উপহার বা ছোট অনুষ্ঠান আয়োজিত করতে পারেন।
বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতকরা আজ অসাধারণ সাফল্য লাভ করবেন। যশ ও কীর্তি বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের মধ্যে কোনও কারণে পারস্পরিক মনোমালিন্য হতে পারে। তাই শান্ত থাকুন ও বাড়ির শান্তির জন্য বাণী মাধুর্য বজায় রাখুন। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা কোনও সুসংবাদ পেতে পারেন।
ধনু রাশি- ধনু রাশির জাতকদের আজকের দিনটি বিশেষ থাকবে। গৃহ উপযোগী বস্তুর সংখ্যা বাড়বে। সন্তানের কেরিয়ারের চিন্তা দূর হবে। দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণে কিছু অর্থ ব্যয় করতে পারেন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। তা না-হলে লোকসান সম্ভব। সরকারি কাজ পূর্ণ না-হওয়ায় আইন-আদালতের চক্কর লাগাতে পারেন এই রাশির জাতক। যে কারণে দুশ্চিন্তায় ভুগবেন। চাকরিজীবীরা নতুন চাকরির সন্ধান করতে পারেন।
মকর রাশি- মকর রাশির জাতকদের আজকের দিনটি ভালো কাটবে। ব্যবসায় নিজে সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হতে হবে। পরিবারে কোনও শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে। শ্বশুরবাড়ির তরফে আর্থিক লাভ সম্ভব। পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের সঙ্গে ছুটি কাটাবেন। বাচ্চাদের সঙ্গে হাসিঠাট্টা করবেন।
কুম্ভ রাশি-কুম্ভ রাশির যে জাতকদের আজকের দিনটি অনুকূল থাকবে। সরকারি চাকরিজীবীরা আজ কোনও সংবাদ পেতে পারেন। এর ফলে আপনাদের মন আনন্দিত হবে। মায়ের চোখের সমস্যা থাকলে তা আপনাকে সমস্যায় ফেলতে পারে। পৈতৃক সম্পত্তি বিক্রির কথা চিন্তা করে থাকলে সমস্ত দিক গাম্ভীর্যের সঙ্গে যাচাই করে নিতে পারেন। তা না-হলে ভবিষ্যতে লোকসান সম্ভব। সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
মীন রাশি- মীন রাশির জাতকরা আজ সুখকর ও অনুকূল ফলাফল পাবেন। গৃহস্থ জীবনে নতুন আবেগ অনুভূত হতে পারে। জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা গভীর হবে। ছাত্রছাত্রীরা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। আত্মীয়ের জন্য অর্থ সঞ্চয় করতে হতে পারে। সম্পত্তির সওদা করার আগে মা-বাবার পরামর্শ নিতে ভুলবেন না। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবেন এবং এ সময়ে গুরুত্বপূর্ণ তথ্য লাভ করবেন। এটি আপনার ব্যবসার জন্য লাভজনক প্রমাণিত হবে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। কলকাতা টিভি অনলাইন এটি নিশ্চিত করে না।)