মেষ রাশি- মেষ রাশির জাতকদের জন্য ব্যয়বহুল দিন। তবে আর্থিক লাভের কারণে আয়-ব্যয়ের মাঝে ভারসাম্য বজায় রাখতে পারবেন। বাড়িতে অতিথি বা আত্মীয়রা আসতে পারেন। কোনও কাজের কারণে যাত্রায় যেতে পারেন। বহুদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভারসাম্য বজায় থাকবে। ঝুঁকি নেবেন না, আঘাত পেতে পারেন।
বৃষভ রাশি- এই রাশির জাতকরা যদি রবিবার চাকরি ও ব্যবসার কাজে ব্যস্ত থাকেন, তা হলে আজ অবশ্যই নিজের বাণী ও ব্যবহার সংযমীত রাখুন। কারও সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। কোনও চুক্তি খারাপ হওয়ায় মনে হতাশা জাগবে। বাড়ির জন্য কোনও কাজের জিনিস কিনতে পারেন। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সঙ্গে কোনও কারণে তর্ক হতে পারে।
মিথুন রাশি – এই রাশির জাতকরা আজ নিজের কাজের কারণে চিন্তিত থাকবেন। কোনও পুরনো কথা বা সমস্যার কথা শুনে মন চিন্তিত হতে পারে। বাড়ির প্রয়োজনীয় জিনিসের জন্য ব্যয় করবেন। কোনও মিত্র বা পরিচিত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। কোনও নিকটাত্মীয়ের কথা ও ব্যবহার আপনার মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে।
কর্কট রাশি – কোনও কাজ করার সিদ্ধান্ত নিলে, তাতে ভাগ্যের সঙ্গ পাবেন এবং সফল হবেন। চাকরিজীবীরা কাজে প্রশংসা ও লাভ অর্জন করতে পারেন। বাড়ির কাজে ব্যস্ত থাকবেন। ক্লান্তি অনুভূত হবে। স্বাস্থ্যের কথা মাথায় রেখে কাজ করুন। তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না।
সিংহ রাশি – এই রাশির জাতকদের আজ আর্থিক উন্নতির সম্ভাবনা। ব্যবসায় লাভ হবে। আটকে থাকা কোনও কাজ সম্পন্ন করতে পারবেন। সামাজিক ও ধর্মীয় কাজে অংশগগ্রহণ করবেন। এ ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হবে। বিনোদনের জন্য সময় বের করবেন। সন্তানের সঙ্গে তাঁদের শিক্ষা ও কেরিয়ার প্রসঙ্গে আলোচনা করবেন।
কন্যা রাশি- কন্যা রাশির জাতকরা বাড়ি বা জমি কেনার পরিকল্পনা করে থাকলে সেই চেষ্টা সফল হতে পারে। দায়িত্ব বাড়ায় চিন্তিত হবেন। সামাজিক ক্ষেত্রে মান-সম্মান বাড়বে। আন্তরিক আনন্দ লাভ করবেন। পরিবারে কোনও শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হবে। কোনও বরিষ্ঠ ও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে লাভ হবে।
তুলা রাশি – এই রাশির জাতকরা সুসংবাদ ও উপহার পেতে পারেন। তুলা রাশির জাতকরা নিজের আত্মীয়দের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা লাভ করবেন। সন্তানের তরফে সুসংবাদ পেতে পারেন। তুলা রাশির জাতকরা কেনাকাটা করবেন। পরিবারের জন্য কোনও সারপ্রাইজ উপহর নিতে পারেন। এর ফলে আপনার মনে আনন্দ জাগবে।
বৃশ্চিক রাশি- এই রাশির জাতকরা সামাজিক ও ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন। অন্যের সাহায্য ও সামাজিক কাজে অর্থ ব্যয় করবেন। আপনার প্রভাব ও উন্নতি দেখে অনেকে ঈর্ষান্বিত হতে পারেন। তবে আপনাকে সংযমী থেকে কাজ করতে হবে। সন্তান ও জীবনসঙ্গীর জন্য সময় বের করবেন।
ধনু রাশি- এই রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুবই ভালো। গাড়ি কিনতে পারেন। গাড়ির পিছনে ব্যয় হতে পারে এই রাশির জাতকদের। আবার ব্যবসায়ীরা ভালো পরিমাণে অর্থ উপার্জন করবেন। আপনার যোগাযোগ ও প্রভাব বিস্তার লাভ করবে। রাতের বেলা পরিজনদের সঙ্গে বিনোদনে কাটাবেন।
মকর রাশি- ব্যবসায়ীরা কোনও চুক্তি চূড়ান্ত হওয়ায় আনন্দিত হবেন, একই সঙ্গে চমকেও যাবেন। আজকের দিনটি আপনার জন্য ঠিকঠাক কাটবে। অন্যের কথায় কান দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পরিবারে জীবনসঙ্গী বা সন্তানের স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। ভাই-বোনের সঙ্গে মতভেদ হতে পারে।
কুম্ভ রাশি- এই রাশির জাতকদের আজ আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে।ব্যবসায়ীরা সাফল্য লাভ করবেন। অপ্রয়োজনীয় ব্যয় করবেন না। পরিবারের কোনও সদস্যের সঙ্গে বিবাদ বা অবসাদ হতে পারে। সন্ধ্যাবেলা আনন্দে দিন কাটাবেন।
মীন রাশি- এই রাশির জাতকদের জন্য আজকের দিনটি অনুকূল। ব্যবসায় লাভ হবে । পড়াশোনার সঙ্গে জড়িত জাতকদের জন্য দিন অনুকূল। ছাত্ররা প্রতিযোগিতা ও শিক্ষা ক্ষেত্রে ভালো প্রদর্শন করবেন। বেকার যুবকরা সুসংবাদ শুনতে পাবেন। মান-সম্মান বাড়বে। সন্তানের তরফে সুসংবাদ শুনবেন