আমরা সকলেই চাই প্রতিদিন আমাদের যেন ভাল কাটে। তাই তো? কিন্তু সারাদিন থাকে নানা চিন্তা, কাজ সহ অনেক কিছু। মোকাবিলা করতে হয় অনেক চ্যালেঞ্জেরও। তবে এই সবের মধ্যে নিশ্চই জানতে ইচ্ছে করে, আজ সারাদিন কেমন কাটতে পারে? ভাল কিছু অপেক্ষা করে আছে কি না? এছাড়াও কেমন থাকবে আর্থিক অবস্থা? কী আছে ভাগ্যে? দেরি না করে বরং জেনে নিন লক্ষ্মীবার আপনার সারাদিন কেমন কাটবে।
মেষ রাশি- কিছু নতুন সম্পর্ক তৈরি হবে, যার ফলে আপনার ভাগ্য চমকাবে। এর দ্বারা লাভান্বিত হবেন মেষ রাশির জাতকরা। সামাজিক কাজে সম্মান লাভ করবেন। সন্ধ্যা নাগাদ বন্ধুদের সঙ্গে দূরের যাত্রায় যাবেন। চাকরিতে বরিষ্ঠ আধিকারিকের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। এ সময়ে নিজের বাণী নিয়ন্ত্রণে রাখতে হবে এই রাশির জাতকদের। তা না-হলে বড়সড় লোকসান সম্ভব। দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে। জীবনসঙ্গীকে কোনও উপহার দিতে পারেন।
বৃষ রাশি- বৃষ রাশির জাতকরা ব্যবসায় নতুন পরিকল্পনায় মনোনিবেশ করবেন। যার ফলে আকস্মিক ধন লাভ সম্ভব। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ব্যবসায়ীদের অধিক পরিশ্রম করতে হবে, তখনই সাফল্য লাভ সম্ভব। সরকারি চাকরিজীবীরা বরিষ্ঠ আধিকারিকদের রাগের শিকার হবেন। এর ফলে চিন্তিত হবেন। সন্ধ্যাবেলা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এর ফলে মান-সম্মান লাভ করবেন।
মিথুন রাশি- জাতকরা অধিক লাভের স্বপ্ন দেখে থাকলে হতাশ হবেন। সরকারি চাকরিজীবীরা বরিষ্ঠদের ক্ষোভের শিকার হবেন। সন্ধ্যা নাগাদ সামাজিক সম্পর্কের দ্বারা লাভ হবে। এর ফলে ব্যবসার জন্য নতুন পরিকল্পনায় মনোনিবেশ করবেন। সন্তানকে ভালো কাজ করতে দেখে মন আনন্দিত হবে। ছাত্রছাত্রীরা নতুন কোর্সে অংশগ্রহণ করার ইচ্ছাপোষণ করলে অগ্রসর, কারণ এই সময়টি আপনার জন্য লাভজনক।
কর্কট রাশি- কর্কট রাশির জাতকরা আজ কাজে ব্যস্ত থাকবেন এবং কারও পরোয়া করবেন না। এর ফলে শত্রুরাও চিন্তিত হবেন। বিরোধীদের সমালোচনায় মনোনিবেশ করবেন না। নিজের কাজ করে যান। তখনই ভবিষ্যতে এর দ্বারা লাভান্বিত হবেন। সামাজিক জীবনে মেলামেশা বৃদ্ধি করবেন। এর ফলে নতুন বন্ধুত্ব গড়ে তুলবেন। সন্ধ্যাবেলা মা-বাবার সেবায় সময় কাটাবেন।
সিংহ রাশি- সিংহ রাশির জাতকরা আজ পরিবারের সদস্যদের সঙ্গে নিজের চিন্তা ব্যক্ত করতে পারে। অর্থ ব্যয় হবে। ব্যবসায় কোনও চুক্তি সম্পন্ন না-হওয়ায় হতাশ হবেন। পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে। কারও সঙ্গে কোনও ধরনের লেনদেন করবেন না। কারণ এই টাকা ফিরে পাওয়া কঠিন।
কন্যা রাশি- কন্যা রাশির জাতকদের পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজিত হওয়ায় ব্যস্ততা বাড়বে। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে হাসিচঠাট্টায় সময় কাটাবেন।পরিবারে অবসাদ দেখা দিতে পারে। এর ফলে চিন্তিত থাকবেন। চাকরিজীবীদের পদোন্নতি সম্ভব। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।
তুলা রাশি- তুলা রাশির জাতকদের সম্পত্তি সংক্রান্ত বিবাদ সমাধান হবে। আপনারাই জয়ী হবেন ও আপনাদের ধন বৃদ্ধি হবে। সন্তান বিদেশে পড়াশোনায় ইচ্ছুক থাকলে ভরতি হতে পারেন। জীবনসঙ্গীর সহযোগিতা ও সান্নিধ্য লাভ করবেন। এর ফলে পরীক্ষায় সফল হবেন।
বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতকদের আধিকারিকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে। সরকারি সংস্থার দ্বারা লাভ অর্জন করতে পারেন। পরিবারে কোনও অবসাদ চলতে থাকলে তা বরিষ্ঠদের সাহায্যে সমাপ্ত হবে। মা-বাবার আশীর্বাদে কোনও কাজ করলে, তার দ্বারা লাভান্বিত হবেন। সন্ধ্যা নাগাদ কোনও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সন্তানের তরফে হঠাৎই কোনও সুসংবাদ পেতে পারেন।
ধনু রাশি- ধনু রাশির জাতকরা দীর্ঘদিনের আটকে থাকা কাজ পূর্ণ করার চেষ্টা করবেন। এতে সফল হবেন আপনারা। আত্মবিশ্বাস বাড়বে। বাড়ির পাশাপাশি অন্য প্রয়োজনীয় কাজেও দৌড়ঝাপ করতে হবে। সন্তানের তরফে হতাশাজনক সংবাদ শুনতে পাবেন। বন্ধুর জন্য টাকা জোগাড় করতে পারেন। সামাজিক কাজে এগিয়ে গিয়ে অংশগ্রহণ করবেন।
মকর রাশি- এই রাশির জাতকরা ব্যবসায় নতুন চুক্তি চূড়ান্ত করবেন। এর দ্বারা ধন লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক বিষয় নিয়ে চিন্তা থাকবে। এই পরিস্থিতিতে পরিবারের কোনও সদস্য আপনার সম্পর্কে খারাপ কথা বলতে পারেন। স্বাস্থ্য দুর্বল হতে পারে। কোনও রোগ থাকলে কষ্ট বাড়তে পারে। তাই এমন কিছু হলে চিকিৎসকের পরামর্শ নিন।
কুম্ভ রাশি- কুম্ভ রাশির জাতকদের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ হবে। এর ফলে মনে আনন্দ থাকবে। ব্যবসায় লাভ হওয়ার ফলে সন্তুষ্ট থাকবেন।পরিবারের সমস্ত দায়িত্ব পূরণে সক্ষম থাকবেন। কোনও পুরনো ঋণ থাকলে তা শোধ করার চেষ্টা করবেন। চাকরিতে মহিলা বন্ধুদের সাহায্যে লাভান্বিত হবেন। আজ সন্তানের জন্য কিছু অর্থ ব্যয় করতে হবে।
মীন রাশি- মীন রাশির জাতকদের সন্তান সংক্রান্ত চিন্তার সমাধান হবে। ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে থাকলে তাতে সাফল্য লাভ করবেন।শত্রু আপনার কাজ নষ্ট করার চেষ্টা করবেন। তাই সতর্ক থাকুন। শ্বশুরবাড়ির কোনও সদস্যকে টাকা ধার দেওয়ার পরিকল্পনা করে থাকলে, এমন কোনও কাজই করবেন না। কারণ এর ফলে সম্পর্কে তিক্ততা দেখা দিতে পারে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। কলকাতা টিভি অনলাইন এটি নিশ্চিত করে না।)