ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস। দেখতে দেখতে তিন দিন পেরিয়ে চার দিনে পা দিল এই শো। মাত্র ৩ দিনে টক অন ফ্যাক্টস-কে আপনারা এতটা ভালবাসা দিয়েছেন যে আমরা সত্যি আপ্লুত। তবে এই ভালবাসা, শুভেচ্ছা, সহযোগিতা আরও আরও বেশি চাই।
ইতিমধ্যেই কী কী বিষয়ে আপনারা ফ্যাক্ট বা ইনফর্মেশন জানতে চান আমাদের কমেন্ট করে জানিয়েছেন। আমরা সত্যি খুব খুশি… কিন্তু প্রতিদিন আরও আরও বেশি করে কমেন্ট চাই।
কী, কমেন্ট করবেন তো?
আরও পড়ুন: Talk on Facts | Kolkata Test | Coffee | রিং রোড থেকে কলকাতা টেস্ট, সঙ্গে কফির তথ্য (15.03.2023)
এবার তাহলে আজকের প্রথম টপিক কী দেখে নেওয়া যাক—
দ্য কাশ্মীর ফাইলস আপনারা দেখেছেন। আর এই সিনেমা নিয়ে কী কী বিতর্ক হয়েছে আপনার সবটাই জানেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বা পছন্দ না হলে, আর একবার রিপিট করছি, কেন্দ্রীয় সরকারের পছন্দ মানে না পসন্দ হলেই বন্ধ করে দিতে হবে কোনও সিনেমা? সোশ্যাল মিডিয়া থেকে ভ্যানিশ করে দিতে হবে?
সত্যি… এসব ব্রহ্মাই জানেন। তাই ফের একবার আরও একটি সিনেমা ওই ভ্যানিশ হয়ে গেল। সিনেমার নাম— ভিড়।