ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস, আপনাদের সঙ্গে অমৃতা।
মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) নিয়ে অনেক কথা আমরা শুনেছি। নীতা (Nita Ambani) আম্বানিকে নিয়েও প্রচুর তথ্য আমরা ইন্টারনেটে দেখতে পাই। কিন্তু তাঁদের ছেলে অনন্ত আম্বানির (Anant Ambani) কিছু কথা আপনারা কি জানেন? আজকে তাহলে অনন্ত আম্বানিকে নিয়ে কিছু তথ্য আপনাদের জানাই।
অনন্ত আম্বানির মূল্যবান সম্পত্তি
* আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত এবং তাঁর জীবনসঙ্গিনী রাধিকা মার্চেন্ট
* একটি ১৮ কোটি টাকার ঘড়ি রয়েছে অনন্তের, ঘড়িটির নাম ‘গ্র্যান্ডমাস্টার চাইম’
* মূল ডায়াল ছাড়াও দু’টি আলাদা ডায়াল রয়েছে অনন্তের ঘড়িতে। ‘পাটেক ফিলিপ’ সংস্থার এই ঘড়িটি নাকি বিশ্বের বহুমূল্য ঘড়িগুলির মধ্যে অন্যতম
আরও পড়ুন: Talk on Facts | Lottery | এক কোটি টাকা লটারি জিতলে কত ট্যাক্স দিতে হয় জানেন!
* দুবাইয়ের পাম জুমেইয়ার সমুদ্রসৈকতের সামনে একটি ভিলা রয়েছে অনন্তের। সেই ভিলায় রয়েছে দশটি বেডরুম
* এ ছাড়াও প্রাইভেট স্পা রয়েছে এই ভিলায়। ঘরের ভিতরে সুইমিং পুল থেকে শুরু করে ঘরের বাইরেও আলাদা করে সুইমিং পুল রয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, দুবাইয়ে ভিলাটির মূল্য ৬৫৫ কোটি টাকা
* আর বিএমডব্লুর সম্ভার দেখলে চোখ কিন্তু কপালে উঠবে
এই ইনফর্মেশন কেমন লাগল আমাদের কমেন্ট করে জানান। আর অবশ্যই চোখ রাখুন কলকাতা টিভির ৩টি ফেসবুক পেজে, ইউটিউব, ইনস্টাগ্রাম ও ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্টে।