ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস (Talk on Facts), আপনাদের সঙ্গে আমি অমৃতা।
পয়লা বৈশাখের মাত্র দিন কয়েক আগেই রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিনেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তাপপ্রবাহের (Heat Wave) জেরে নাজেহাল পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতা (Kolkata) শহরেও। শহর কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে আর মাত্র দিন কয়েকেই।
দেখে নেওয়া যাক ১৫ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা কোথায় কোথায় বাড়বে।
পরের টপিক দেখে নেওয়া যাক।
স্কেটিং করে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) শ্যামনগর (Shyamnagar) থেকে বিদেশে পাড়ি বছর ১৩-র দুই কিশোর-কিশোরীর! আর তাতেই এল আন্তর্জাতিক স্বীকৃতি।
জেনে নেওয়া যাক আন্তর্জাতিক স্বীকৃতি কেন মিলল?