প্রথমেই অনেক অনেক ধন্যবাদ আমাদের কথা আপনারা রেখেছেন। অনেকেই কমেন্ট যেমন করেছেন তেমনি কী টপিক নিয়ে জানতে চান সেটাও লিখেছেন। আমরা কথা দিচ্ছি সেই টপিক নিয়ে খুব শীঘ্রই আমরা আলোচনা করব আর আপনাদের সামনে ফ্যাক্ট তুলে ধরব। কিন্তু থামলে চলবে না, প্রতিদিন আপনাদের এই সাপোর্টটা আমাদের ভীষণ প্রয়োজন।
তাহলে আজ শুরু করা যাক টক অন ফ্যাক্টস। আজকে প্রথম টপিক যেটা বলব সেটা আপনাদের মুখে হাসি ফোটাবে।
বলে দিই, চলুন বলেই ফেলি। সেটা হচ্ছে এবার যানজট কমাতে রিং রোডের পরিকল্পনা চলছে, বলা ভালো প্রস্তাব এসেছে। সেই সঙ্গে তৃতীয় হুগলি সেতুর পরিকল্পনাও আছে।