ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস (Talk on Facts)।
আজ ৩০ মার্চ, আগামিকাল অর্থাৎ ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল (IPL)। আর আইপিএল নিয়েই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের জানাব যা কিছুটা অবাক হতে বাধ্য করবে আপনাদের। এমন কিছু রেকর্ড দেখাব যে রেকর্ডগুলো এখনও কেউ ভাঙতে পারেনি।
এবার পরের টপিকে চলে যাওয়া যাক।
আরও পড়ুন: Talk on Facts | Earthquake | Highway | #UPI লেনদেন থেকে ভূমিকম্পের রহস্য, খোলসা হল টক অন ফ্যাক্টসে
আইপিএল নিয়ে তথ্য দিলাম আর উদ্বোধনী অনুষ্ঠানে কী কী হতে চলেছে তার ইনফর্মেশন দেব না তা আবার হয় নাকি। দেখাই কী কী হতে চলেছে।
এবার আজকের শেষ টপিকে চলে যাওয়া যাক।
বাইরে রোদের তাপ তো যথেষ্ট। আর গরমে ডাবের জল (Coconut Water) খেয়ে আমরা তেষ্টা মেটাই। এমনকী ডাবের জল স্বাস্থ্যকর বলেই আমরা সবাই জানি। কিন্তু কাদের ডাবের জল খাওয়া উচিত নয় সেটা কি আমরা জানি? তাহলে দেখে নেওয়া যাক কাদের ডাবের জল খাওয়া উচিত নয়।