ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস।
আজকে একটা বিষয় মাথাচাড়া দিচ্ছে আমার আপনার সবার মধ্যে। কোভিডে (Covid 19) হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুধু তাই নয়, আপনি যাঁর সঙ্গে রোজ কথা বলেন অথচ তাঁর নাম পড়ছে না। প্রতিদিন যাতায়াত করেন অথচ জায়গার নাম ভুলে যাচ্ছেন।
এরকম ঘটনা যদি ঘটে থাকে, এটাকে চিকিৎসা পরিষেবায় বলা হয় ‘লং কোভিড’ (Long Covid)। লং কোভিডে আক্রান্ত হলে যে শুধু শ্বাসকষ্ট, চট করে ঠান্ডা লাগা, হৃদযন্ত্রের সমস্যার মতো শারীরিক সমস্যা দেখা দিচ্ছে তা কিন্তু নয়। এর দোসর হিসেবে ‘প্রোসোপ্যাগনেশিয়া’। চিকিৎসা সংক্রান্ত জার্নাল কোর্টেক্স-এ (Cortex) এমনটাই দাবি করা হয়েছে।
কোর্টেক্সে কী দাবি করা হচ্ছে?
লং কোভিডের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে অনেকের মধ্যে ‘প্রোসোপ্যাগনেশিয়া’ বা ‘ফেস ব্লাইন্ডনেস’ (Face Blindness) দেখা যাচ্ছে। অর্থাৎ এই রোগীরা পূর্বপরিচিত মানুষজনকেও মুখ দেখে চিনতে পারছেন না। কোভিড পরবর্তী দীর্ঘমেয়াদি উপসর্গ (Long Term Symptoms) থেকে যাওয়াতেই এমন সমস্যা বলে দাবি করছেন গবেষকরা। শুধু মুখ দেখে মানুষ চেনাই নয়, চেনা রাস্তা ভুলে যাওয়ার মতো ঘটনা ঘটছে। এমনকী ইন্টারনেটে তথ্য খুঁজতে গিয়েও অনেকে সমস্যায় পড়ছেন।
এই তথ্য জানার পর যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিতে ভুলবেন না।