কলকাতা: এবার মনোনয়নপত্র প্রত্যাহার করা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। জানা যাচ্ছে সেই নোটিস ইতিমধ্যেই জেলা প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। মনোনয়ন সম্পর্কিত কয়েকটি তথ্য স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ওই নোটিসে। কোনও প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাইলে আগে রিটার্নিং অফিসারকে যথাযথ কারণ দেখতে হবে। তারপর তা পর্যালোচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ওই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হবে কি না। একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রোজ কত সংখ্যক রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে সেই সংক্রান্ত রিপোর্টও তলব করেছে কমিশন।
মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে সৃষ্টি হয়েছে তুমুল উত্তেজনা। এর আগে রাজ্যের নানা প্রান্তে জোর করে, হুমকি দিয়ে, সামাজিক বয়কটের ভয় দেখিয়ে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হত বলে অভিযোগ। সেই আবহেই এবার প্রার্থীদের ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর উপযুক্ত কারণ দর্শানোর নির্দেশ দিল কমিশন।
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রোজ কত সংখ্যক সংঘর্ষের ঘটনা ঘটছে, জেলাগুলিকে তার রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শুধু তাই নয়, এই আবহে পুলিশের মারে কেউ আহত হয়েছে কি না, কোনও সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস হয়েছে কি না, তারও রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন। প্রত্যেকটি জেলার পুলিশ প্রধানদের এবার থেকে রোজ সেই রিপোর্ট জমা করতে হবে।
কমিশনের তরফে দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, মনোনয়নপত্র প্রত্যাহার করার নোটিস সংশ্লিষ্ট প্রার্থী বা প্রার্থীর নির্দিষ্ট করা ইলেকশন এজেন্ট লিখিতভাবে আনবেন। প্রার্থীর তরফে ঠিক করা বা প্রার্থী যাকে অথরাইজড করছেন তারই দেওয়া নোটিস গ্রহণযোগ্য হবে। তবে শুধু নোটিস দিলেই হবে না, মনোনয়নপত্র প্রত্যাহার যথাযথ কি না, তা বিচার করতে হবে সংশ্লিষ্ট জেলার ইলেকশন অফিসারদের। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই মনোনয়নপত্র প্রত্যাহার নিয়েও জেলাগুলিকে একগুচ্ছ নির্দেশ দেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক মহল।