কলকাতা: দীর্ঘদিনের অপেক্ষা এবার শেষ হতে চলেছে। বিশেষ করে সল্টলেকবাসীর জন্য জন্য সুখবর। এবার চালু হতে চলেছে শিয়ালদহ থেকে সল্টলেক মেট্রো (Salt Lake Metro)। রেল সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের তিনটি গুরুত্বপূর্ণ অংশ—ইস্ট-ওয়েস্ট (East West Kolkata Metro) করিডরের এসপ্ল্যানেড-শিয়ালদহ, হলুদ লাইনের নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর এবং অরেঞ্জ লাইনের রুবি-বেলেঘাটা উদ্বোধন করতে পারেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা হয়নি।
মেট্রো সূত্রের খবর, এসপ্ল্যানেড ও শিয়ালদহ মধ্যে ২.৫ কিমি অংশ এপ্রিলের শেষেই সম্পূর্ণ হয়েছে ।রেলওয়ে নিরাপত্তা কমিশনারের অনুমোদনও মিলেছে। উদ্বোধনের পর হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ১৬.৬ কিমি পূর্ণ করিডরেই যাত্রী চলাচল সম্ভব হবে। একমুখী ভ্রমণে লাগবে প্রায় ৩৫ মিনিট, আর হাওড়া–শিয়ালদার মধ্যে সময় লাগবে মাত্র ১২ মিনিট। ব্যস্ত সময়ে প্রতি ৮ মিনিট অন্তর এবং অন্য সময়ে প্রতি ১০ মিনিট অন্তর ট্রেন চলবে। ভবিষ্যতে অটোমেটিক ট্রেন অপারেশনস (ATO) সিস্টেম চালু হলে যাত্রা সময় ৫-৭ মিনিট কমবে এবং ফ্রিকোয়েন্সি আরও বাড়বে। জানা গিয়েছে,, সব কিছু ঠিকঠাক থাকলে,জানা যাচ্ছে, আগামী ২২ অগাস্ট শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এরপরই পুরোদমে পরিষেবা শুরু হয়ে যাবে। সূত্রের খবর, উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া-বিমানবন্দর রুটের রুবি-বেলেঘাটা অংশও। একই সঙ্গে ওই দিনই নোয়াপাড়া-বিমানবন্দরের মধ্যে মেট্রোর পরিষেবা শুরু হতে পারে।
আরও পড়ুন:দুর্ঘটনায় ঝলসে মৃত ডেলিভারি বয়, পুলিশ- জনতা সংঘর্ষে রণক্ষেত্র সল্টলেক
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন বারাসত-নোয়াপাড়া মেট্রোরেল তৈরির ঘোষণা করেছিলেন। আগামী বছরের মধ্যেই পাতালপথে চালু হয়ে যাবে এই ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে মধ্যমগ্রাম মাইকেলনগর পর্যন্ত মেট্রো। শোনা যাচ্ছে বারাসত পর্যন্ত মেট্রোর এই কাজ শুরু করতে ইতিমধ্যেই মেট্রোর তরফে মধ্যমগ্রামের ৪টি ও বারাসত শহরের ৫টি এলাকায় সয়েল টেস্ট করতে দুই পুরসভার কাছে অনুমতি চাওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রস্তাবিত এই রেল পথটি দু’টি ভাগে বিভক্ত। প্রথমটি নোয়াপড়া স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট, যশোররোড, বিরাটি ও মাইকেলনগর। তার মধ্যে নোয়াপড়া ও দমদম ক্যান্টনমেন্ট এই দু’টি স্টেশন উত্তোলিত পথে, যশোর রোড স্টেশন থেকে বাকিটা পাতালপথে। দ্বিতীয় অংশটি মাইকেল নগর থেকে বারাসত পর্যন্ত।
অন্য খবর দেখুন