নয়াদিল্লি: বাংলাকে বড়দিনের উপহার দিল ইউনেস্কো৷ আন্তর্জাতিক এই সংগঠনের হেরিটেজ তালিকায় স্থান পেল বাংলার দুর্গাপুজো (Durga Puja UNESCO Heritage List)৷ বাঙালির উৎসব বলতে প্রথমেই মাথায় আসে দুর্গাপুজোর কথা৷ দুর্গাপুজোকে ঘিরে বাঙালির আবেগ, মাতামাতি এবং আনন্দের কোনও শেষ নেই৷ সেই উৎসবের আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দিল ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টেফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (UNESCO) নতুন ঘোষণা৷ ইউনেস্কোর হেরিটেজ তালিকায় স্থান পেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব৷ বুধবার ইউনেস্কো ইন্ডিয়ার তরফে এই খুশির খবর দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, ইউনেস্কোর হেরিটেজ তালিকায় বিশেষ সাংস্কৃতিক ও ঐতিহ্যের মর্যাদা পেল দুর্গাপুজো৷
? BREAKING
Durga Puja in Kolkata has just been inscribed on the #IntangibleHeritage list.
Congratulations #India ??! ?
ℹ️https://t.co/gkiPLq3P0F #LivingHeritage pic.twitter.com/pdQdcf33kT
— UNESCO ?️ #Education #Sciences #Culture ?? (@UNESCO) December 15, 2021
Celebrations for City of Joy- Kolkata! Durga Puja has been added to the Representative List of Intangible Cultural Heritage of Humanity. @PMOIndia @DrSJaishankar @kishanreddybjp @M_Lekhi @harshvshringla @VishalVSharma7 @MinOfCultureGoI @sangeetnatak @MEAIndia @AmritMahotsav pic.twitter.com/ujlZ6Ok6J4
— India at UNESCO (@IndiaatUNESCO) December 15, 2021
দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় রাখার দাবি অনেকদিনের৷ পশ্চিমবঙ্গ সরকার অনেকবার কেন্দ্রের কাছে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার অনুরোধ করে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন সময়ে দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় রাখার কথা বলেন৷ অবশেষে দুর্গাপুজোর হেরিটেজ তকমা চেয়ে ইউনেস্কোর কাছে আবেদন করে ভারত সরকার৷ বিশ্ব জুড়ে এমন বহু আবেদন ইউনেস্কোর কাছে জমা পড়ে৷ সেই আবেদনগুলি খতিয়ে দেখতে ১৩ ডিসেম্বর প্যারিসে বিশেষ অধিবেশনে বসেন ইউনেস্কোর আধিকারিকরা৷ সেই সব আবেদন খতিয়ে দেখার পরই বাঙালির দুর্গাপুজোকে হেরিটেজ তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় ইউনেস্কো৷
?Durga Puja in #Kolkata has just been inscribed on the #IntangibleHeritage list!
Inscriptions to the Representative List are one of the several ways by which #UNESCO advocates the promotion and safeguarding of intangible cultural heritagehttps://t.co/rpVdNJgLIb #LivingHeritage pic.twitter.com/FBKiRaRbio
— UNESCO New Delhi ?️ #Education #Sciences #Culture (@unescoindia) December 15, 2021
এর আগে কুম্ভমেলাকে বিশেষ সাংস্কৃতিক ও ঐতিহ্যের মর্যাদা দিয়েছে ইউনেস্কো৷ ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার জেজুতে ইউনেস্কোর দ্বাদশ অধিবেশনে ভারতের এই মেলাকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়৷ ইউনেস্কোর তরফে তখন বলা হয়েছিল, ভারতে বৈচিত্রের মধ্যে ঐক্য এক অনন্য নজির হয়ে রয়েছে কুম্ভ মেলা৷ এই মেলা ভারতীয় ঐতিহ্য, ভক্তি ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক৷ কুম্ভ মেলার পর পূর্ব ভারতের অন্যতম বড় উৎসব দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তালিকায় ঢুকে পড়ল৷ ইউনেস্কো আনুষ্ঠানিক ভাবে এব্যাপারে ঘোষণা করবে ১৮ ডিসেম্বর৷
A matter of great pride and joy for every Indian!
Durga Puja highlights the best of our traditions and ethos. And, Kolkata’s Durga Puja is an experience everyone must have. https://t.co/DdRBcTGGs9
— Narendra Modi (@narendramodi) December 15, 2021
আরও পড়ুন: Lakhimpur Kheri: লখিমপুর নিয়ে মেজাজ হারালেন মন্ত্রী অজয়, সাংবাদিকদের বললেন ‘চোর’