ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস।
আজ থেকে তো উইকেন্ড শুরু। কোথাও ঘুরতে গেলে ওলা উবের (Ola-Uber) তো আছেই কিন্তু হলুদ ট্যাক্সি? হলুদ ট্যাক্সি (Yellow Taxi) কি আমরা ভুলতে পারি! পারি না, কারণ হলুদ ট্যাক্সি আর কলকাতার একটা কানেকশন তো আছেই। কিন্তু এই ট্যাক্সিকে বাংলাতে কী বলে জানেন? এই ট্যাক্সি (Taxi) শব্দটি আদতে একটি ইংরাজি শব্দ। আজ টক অন ফ্যাক্টসে ট্যাক্সিই হল প্রথম টপিক।
এক নজরে দেখে নেওয়া যাক ইংরাজি ট্যাক্সি শব্দের ইতিহাস
আরও পড়ুন: Talk on Facts | Electricity Bill | গরমকালে কীভাবে কম আসবে বিদ্যুতের বিল?
* ট্যাক্সি শব্দের উৎপত্তি হয়েছে জার্মান শব্দ Taxanom থেকে
* Taxanom থেকে পরে এই শব্দ হয় Taximeter
* উইকিপিয়ার তথ্য অনুযায়ী, এই শব্দে Tax বলতে বোঝানো হয়েছে কর কিংবা ভাড়া
* আর Meter বলতে মিটার
* সাধারণত, যাত্রী কত দূরত্বে যাচ্ছেন, সেই ভিত্তিতে মিটার দেখে ভাড়া নির্ণয় করা হত তাই জন্য এমন নাম হয়েছে
আর বাংলা অনুবাদে, ট্যাক্সি শব্দের অর্থ ভাড়ায় খাটা কোনও মোটরচালিত ছোট গাড়ি। তবে এর সুনির্দিষ্ট কোনও বাংলা শব্দ অনুবাদে নেই