আমরা ঘুরতে যাই এমনকী প্রতিদিনের যাতায়াতে রাস্তাতেও দেখতে পাই এক্সপ্রেসওয়ে (Expressway) এবং হাইওয়ে (Highway)। আমি কিছুক্ষণ আগেই গাড়িতে এলাম হাইওয়ে দিয়ে। কিন্তু এক্সপ্রেসওয়ে এবং হাইওয়ের মধ্যে পার্থক্য কী আছে জানেন? অধিকাংশ মানুষ এই প্রশ্নের উত্তর দিতে পারেন না। জেনে নিন হাইওয়ে ও এক্সপ্রেসওয়ে-র মধ্যে তফাৎ কী।
* হাইওয়েতে প্রবেশের জন্য কোনও বিশেষ অ্যাক্সেস নিয়ন্ত্রণ নেই, আপনি যে কোনও জায়গা থেকে প্রবেশ করতে পারেন
* এক্সপ্রেসওয়েতে প্রবেশের একটি মাত্র পথ, এমনকী বেরনোরও একটিই মাত্র পথ থাকবে। একে অ্যাক্সেস কন্ট্রোল বলে
* হাইওয়ে সাধারণত সমতল ভূমিতে নির্মিত হয়, এক্সপ্রেসওয়ে তৈরি করার সময় এটির উচ্চতা মাটির থেকে বেশি রাখা হয়
আরও পড়ুন: Talk on Facts | Earthquake | ভূমিকম্পের কথা সবার আগে টের পায় কোন প্রাণী জানেন?
* কোনও পশু বা অন্য কোনও মানুষ যাতে রাস্তার মাঝখানে আসতে না পারে সেই জন্য এক্সপ্রেসওয়ে দু’পাশ থেকে গার্ডওয়াল করে সুরক্ষিত করা হয়
* হাইওয়েতে সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার
* এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার
* হাইওয়ের তুলনায় এক্সপ্রেসওয়েতে যাতায়াত করতে কম সময় লাগে
আজ এখানেই শেষ করছি, তবে টক অন ফ্যাক্টস দেখতে হবে। আর চোখ রাখতে হবে কলকাতা টিভি অনলাইন, ইউটিউব, ২টো ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আর এই শো-এর ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্টে।