বাঁকুড়া: একটি গাছের মালিকানা নিয়ে গন্ডগোলের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার (Bankura) খাতড়া থানার (Khatra Police Station) দেদুয়া গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম বঙ্কু মাহাতো। স্থানীয় সূত্রে খবর, জমির আলে থাকা একটি গাছ কার মালিকানাধীন তা নিয়ে দেদুয়া গ্রামের বছর ৭০-এর বাসিন্দার সঙ্গে গত কয়েকদিন ধরে বিবাদ চলছিল গ্রামেরই কয়েকজন প্রতিবেশীর।
আমিন ডেকে গাছের মালিকানা সংক্রান্ত বিবাদ মেটানোর চেষ্টাও করেন বঙ্কু মাহাতো। কিন্তু আমিনের সেই মাপজোপ মানতে চায়নি প্রতিবেশীরা। মঙ্গলবার সকালে ফের একবার গাছের মালিকানা নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া হয়। এরপর দুপুরের পর বঙ্কু মাহাতো যখন বাড়িতে ভাত খাচ্ছিলেন সেই সময় জনা-পাঁচেক প্রতিবেশী একযোগে বঙ্কু মাহাতোর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ।
আরও পড়ুন: ঘুষের প্রস্তাব! অডিও প্রকাশ করে কল্যাণকে নিয়ে বিস্ফোরক কুণাল
বঙ্কু মাহাতোকে বাড়ির বাইরে ডেকে এলোপাথাড়ি চড়-ঘুসি-থাপ্পড় মারতে শুরু করে প্রতিবেশীরা। এই ঘটনায় বৃদ্ধ বঙ্কু মাহাতো ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বঙ্কু মাহাতোকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর দোষীদের গ্রেফতার ও দ্রুত শাস্তির দাবিতে সরব হয়েছে মৃতের পরিবার।
আরও খবর দেখুন