বাঁকুড়া: কর্মস্থলেই বেঘোরে প্রাণ হারালেন এক শ্রমিক (Worker Death)। বাড়ি সংস্কারের কাজ করতে গিয়ে দেওয়াল চাপা (Broken Wall) পড়ে মৃত্যু হল শ্রমিকের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া (Bankura) শহরের দোলতলা এলাকায়। দমকল (Fire Brigade) ও পুলিশের তৎপরতায় ভাঙা দেওয়াল সরিয়ে শ্রমিককে উদ্ধার করা হলেও হল না শেষরক্ষা। পুলিশ জানিয়েছে মৃত শ্রমিকের নাম শান্তি গরাই (৩৫), বাড়ি বাঁকুড়া শহরের শ্যামদাসপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরে বাঁকুড়া শহরের দোলতলা এলাকায় সুকুমার ব্যনার্জী নামে এক ব্যক্তির বাড়ি সংস্কারের কাজ চলছিল। সোমবার সকালে বাড়ি যাওয়ার রাস্তায় একটি গলিতে সংস্কারের কাজ শুরু হয়। তখনই আচমকা কংক্রীটের বড় একটি দেওয়াল ধসে যায়। নীচে চাপা পড়ে যায় শান্তি গরাই নামে ওই শ্রমিক। আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন। কিন্তু কেউই তাঁর প্রাণ রক্ষা করতে পারেননি।
আরও পড়ুন: ডিভোর্সের পরেও অশান্তি, স্ত্রীর বাড়িতে বোমা ফেলল প্রাক্তন স্বামী!
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও বাঁকুড়া সদর থানার পুলিশ। দমকল কর্মীরা দেওয়ালের ধ্বংসাবশেষ সরিয়ে মৃত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করেন। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়। দেওয়ালের অনেকটা অংশ পুরানো থাকার কারণে দুর্বল হয়ে পড়েছিল বলে জানা গিয়েছে। সেই কারণে দেওয়াল ভেঙে মৃত্যু হল শ্রমিকের।
দেখুন আরও খবর: