সম্প্রতি শারজা বিমানবন্দরে মাদক কান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলিউড অভিনেত্রী ক্রিসান পেরেইরাকে। অভিযোগ তাঁর কাছে একটি স্মারকের ভিতরে লুকিয়ে রাখা মাদক পাওয়া গিয়েছে। বর্তমানে তিনি শারজা কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি রয়েছেন। যদিও মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা জানিয়েছে অন্য একটি ঘটনার জেরে প্রতিশোধ নিতে অভিনেত্রীকে ফাঁসানো হয়েছে।
মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার দাবি কুকুর সংক্রান্ত একটি ঘটনার জেরে প্রতিশোধ নিতেই অভিনেত্রীকে ফাঁসানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে গ্রেফতার করা হয়েছে দুজনকে। তাদের মধ্যে একজন পেশায় বেকারি মালিক। তাঁর নাম অ্যান্থনি পল। দ্বিতীয় জন রাকেশ ভোবাতে একজন ব্যাংক কর্মী। মুম্বই পুলিশের খবর অনুযায়ী ধৃত অ্যান্থনি শারজার টিকিট কেটে দিয়েছিলেন ক্রিসানকে। কিন্তু ফেরার টিকিট হিসেবে যা দেওয়া হয়েছিল সেটি নাকি নকল বলে অভিযোগ। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে অ্যান্থনির বোন এবং ক্রিসান মুম্বইয়ের শহরতলি মীরা রোডে একই আবাসনে থাকেন। তার সঙ্গে নাকি কুকুর সংক্রান্ত ঘটনায় অভিনেত্রীর একাধিকবার ঝামেলা হয়েছে। সেই বিভাগের জেরেই এই ঘটনা বলে মুম্বই পুলিশের দাবি। তদন্তে জানা গেছে ট্যালেন্ট কনসালটেন্ট রাজেশ অ্যান্থনির মাধ্যমে অভিনেত্রী ক্রিসানের সঙ্গে যোগাযোগ করেছিলেন। একটি ওয়েব সিরিজে অডিশন দেওয়ার প্রস্তাব দিয়ে তিনি অভিনেত্রীকে শারজায় পাঠান। শুধু তাই নয় অভিযুক্ত রাজেশ নাকি ক্রিসানকে একটি ট্রফি বা স্মারক দিয়েছিলেন। অভিনেত্রীকে বলা হয়েছিল এই স্মারকটি অডিশন প্রপ হিসেবে নিয়ে যেতে হবে।। অভিযোগ এটির ভিতরেই গাঁজা এবং পোস্ত দানা রাখা ছিল। জানা গেছে এর আগেও এন্থনি এবং রাজেশ মাদককাণ্ডে একই কায়দায় অনেককে ফাঁসিয়েছেন।
২৭ বছর বয়সের অভিনেত্রী ক্রিসানকে বলিউডের ‘সড়ক ২’ এবং ‘বাটলা হাউস’ ছবিতে দেখা গিয়েছিল ।