কলকাতা: কলেজ পড়ুয়াদের জন্য স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু করছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার নবান্নে এই প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি ও আধা সরকারি বিভিন্ন দফতরে আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের কাজের সুযোগ দেওয়া হবে। তিনি জানান, প্রতি বছর এই প্রকল্পে ৬ হাজার ছাত্রছাত্রী নেওয়া হবে। তাঁদের মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। ইন্টার্নশিপ শেষে মিলবে সার্টিফিকেট। কাজ ভালো হলে ফের তাঁরা কাজের সুযোগ পাবেন।
এদিন মন্ত্রিসভার বৈঠকে এই নতুন প্রকল্প অনুমোদিত হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আন্ডার গ্র্যাজুয়েট পড়ুয়াদের ৬৫ শতাংশ নম্বর পেতে হবে। বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্টস ক্রেডিট কার্ডের কথা ঘোষণা করেছিল। ভোটে জিতে এসেই তারা ওই প্রকল্প চালু করে দেয়। প্রকল্প অনুযায়ী পড়ুয়ারা দশ লক্ষ টাকা পর্যন্ত পড়াশোনার জন্য ঋণ পেতে পারেন। সরকার তাঁদের গ্যারান্টার হিসেবে থাকবে। ইতিমধ্যেই বহু ছাত্রছাত্রী এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছেন। অনেকে ঋণের সুবিধা পেয়েও গিয়েছেন বলে সরকারের দাবি।
আরও পড়ুন: School Reopen: অষ্টম থেকে দ্বাদশ বৃহস্পতিবার স্কুল শুরু, খুলছে কলেজ-বিশ্ববিদ্যালয়, ঘোষণা মমতার
আন্ডার গ্র্যাজুয়েট পড়ুয়াদের এই ইন্টার্নশিপ প্রকল্পে কাজের নতুন দিশা মিলবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের প্রবীণ আমলাদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ভালো হবে। পড়ুয়ারা অল্পবয়স থেকেই সরকারি কাজের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। নবান্ন সূত্রের খবর, ইন্টার্নশিপ চলাকালীন পড়ুয়াদের হাতে কলমে শিক্ষা দেওয়া হবে।