কলকাতা: শেষ ২৪ ঘণ্টায় বড়সড় পালাবদল ঘটে গিয়েছে বাংলাদেশে (Bangladesh)। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। আপাতত দেশের শাসনভার সেনার হাতে, তবে শিগগিরই নতুন প্রধানমন্ত্রী ঘোষণা হবে বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী পদে সবথেকে জোরালো নাম নোবেল পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনুস (Muhammad Yunus)। আন্দোলনকারী ছাত্রসমাজ তাঁকেই চাইছে বলে খবর।
একাধারে বাংলাদেশ গ্রামীণ ব্যাঙ্কের (Grameen Bank) প্রতিষ্ঠাতা, অর্থনীতিবিদ, সমাজকর্মী ইউনুস বলছেন, তাঁর দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ এখন একনায়কতন্ত্র থেকে মুক্ত। এক ভারতীয় সংবাদমাধ্যমকে এই কথা বলেছেন তিনি। এই বিজয় এনে দেওয়ার জন্য দেশের তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানিয়েছেন ইউনুস। নতুন করে শুরুর প্রত্যয় নিয়ে সুন্দর দেশ গড়ার অঙ্গীকার করেছেন নোবেলজয়ী।
আরও পড়ুন: কোন পথে হিন্ডন এয়ারবেসে এলেন হাসিনা, দেখে নিন রুট ম্যাপ
শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশ দখলকৃত ছিল বলেও মন্তব্য করেন ইউনুস। হাসিনার সঙ্গে একাধিকবার মতবিরোধ হয়েছিল তাঁর। এমনকী নোবেলজয়ীকে জেলেও পাঠায় হাসিনার প্রশাসন। ইউনুস বলেন, “হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন দেশ দখলকৃত ছিল। একজন স্বৈরশাসকের মতো আচরণ করেছেন, সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। আজ বাংলাদেশের সমস্ত মানুষ নিজেদের স্বাধীন মনে করছে।”
প্রসঙ্গত, ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামে জন্ম হয়েছিল ইউনুসের। একাধারে নিজেকে সমাজকর্মী, ব্যাঙ্কার এবং অর্থনীতিবিদ হিসেবে গড়ে তোলেন। গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠা করে দেশের দরিদ্র শ্রেণির পাশে দাঁড়ানোয় ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার (Noble Peace Prize) পান তিনি।
দেখুন অন্য খবর: