ইম্ফল: অসম রাইফেলসের কমান্ডিং অফিসার বিপ্লব ত্রিপাঠীর গাড়ির উপর নজর রাখছিল জঙ্গিরা৷ তারা জানত গাড়ির ভেতর রয়েছে অফিসারের স্ত্রী ও ছেলে৷ সেটা জানা সত্ত্বেও গ্রেনেড লঞ্চার বা ইউবিজিএল-র সাহায্যে খুব কাছ থেকে গাড়ির উপর হামলা করে জঙ্গিরা৷ ঘটনাস্থলেই তিনজন মারা যান৷ প্রাথমিক তদন্তের পর যে তথ্য উঠে এসেছে তাতে জানা গিয়েছে, মায়ানমার হয়ে জঙ্গিরা মণিপুরের চূড়াচন্দ্রপুর জেলার বেহিয়াংয়ের সেহকেন গ্রামে ঢুকে পড়েছিল৷ একই বক্তব্য মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের৷
আরও পড়ুন: মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে জঙ্গি হামলা, মৃত ৭
শনিবারের জঙ্গি হামলায় মোট সাত জনের মৃত্যু হয়েছে৷ এছাড়া আহত হয়েছেন অসম রাইফেলসের বেশ কয়েকজন জওয়ানের৷ তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে শিজা হাসপাতালে৷ সেখানে আহত এক জওয়ানকে দেখতে যান মণিপুরের মুখ্যমন্ত্রী৷ পরে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি বলেন, ‘মায়ানমার থেকে সশস্ত্র জঙ্গিরা সীমান্ত থেকে ভারতের চার কিমি এলাকার ভেতর ঢুকে পড়েছিল৷ এর কিছুক্ষণ পরই হামলাটি ঘটে৷’
তাঁর আরও সংযোজন, রাজ্য সরকার পুলিশ টিম এবং কমান্ডো বাহিনী পাঠিয়েছে৷ জঙ্গিদের খোঁজে ঘটনাস্থলে অসম রাইফেলসের সঙ্গে যৌথ তল্লাশি চালাচ্ছে তারা৷ এদিকে হাসপাতালে ভর্তি অসুস্থ জওয়ানকে দেখে মুখ্যমন্ত্রী জানান, বিহারের বাসিন্দা ওই জওয়ানের জ্ঞান এখনও ফেরেনি৷ তাঁর ডান হাতের কনুইয়ের কাছে একাধিক ফ্র্যাকচার রয়েছে৷ অর্থোপেডিক চিকিৎসক তাঁকে দেখে গেছেন৷
আরও পড়ুন: গড়চিরৌলির জঙ্গলে এনকাউন্টারে খতম ২৬ মাওবাদী
তবে হামলার পর জঙ্গিরা মায়ানমার ফিরে গিয়েছে নাকি সীমান্তের কাছে কোথাও লুকিয়ে রয়েছে তা স্পষ্ট নয়৷ এন বীরেন সিং জানিয়েছেন, পালানোর সময় জওয়ানদের গুলিতে কয়েকজন জঙ্গি আহত হয়েছেন৷ তল্লাশির সময় রক্তের দাগ মিলেছে৷ অর্থাৎ জঙ্গিদের গুলি লেগেছে৷ ওই রক্তের দাগের সূত্র ধরেই জঙ্গিদের ধরার চেষ্টা চলছে৷ এদিকে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি৷ যদিও সূত্রের খবর, মণিপুরের জঙ্গিগোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি অফ মণিপুর রয়েছে হামলার নেপথ্যে৷ আবার মায়ানমারে ঘাঁটি গেড়ে থাকা নাগা জঙ্গিগোষ্ঠী খাপলাংয়ের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ-প্রশাসন৷ গত বছরের মণিপুরের চান্দেল জেলায় অসম রাইফেলসের কনভয়ে হামলা চালিয়েছিল এই নাগা জঙ্গিগোষ্ঠী৷ ওই হামলায় তিন জওয়ান প্রাণ হারিয়েছিলেন৷
General MM Naravane #COAS & All Ranks offer deepest condolences to the bereaved families of following #Bravehearts of #AssamRifles who made the supreme sacrifice today in Manipur: –
Col Viplav Tripathi
Rfn NK Konyak
Rfn Shyamal Das
Rfn Suman Swargiary
Rfn RP Meena pic.twitter.com/NZeyuCypJu— ADG PI – INDIAN ARMY (@adgpi) November 13, 2021
এদিকে ভারতীয় সেনার তরফে টুইট করে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়৷ কর্ণেল বিপ্লব ত্রিপাঠী ছাড়াও জঙ্গি হামলায় শহীদ হয়েছেন অসম রাইফেলসের এন কে কোনয়াক, শ্যামল দাস, সুমন স্বরগিয়ারি এবং আর পি মীনা৷