কলকাতা: আগামীকাল বর্ষ শুরু। ২০২৪ কে ভুলে সবাই পা দিতে চলেছে ২০২৫ এ। আর নতুন বছর শুরু হওয়ার আগেই নবান্নে মুখ্যমন্ত্রী নতুন বছরে ডাক দিলেন প্রশাসনিক বৈঠকের। ২ জানুয়ারি, ২০২৫- এ নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বসতে চলেছে বৈঠক। সেই বৈঠকে উপস্থিত থাকতে চলেছে সমস্ত জেলার ডিএম এবং এসপিরা। তবে ভার্চুয়ালি। অন্যদিকে নবান্ন সভাঘরে সশরীরে উপস্থিত থাকবেন বিভিন্ন দফতরের সচিব-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি বেস কিছু মন্ত্রীও সেদিন বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: কড়া নিরাপত্তায় বর্ষবরণ, শহরজুড়ে মোতায়েন সাড়ে ৪ হাজারের বেশি পুলিশ
২০২৬-এ বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের মতে, ২০২৫ এর শুরু থেকেই প্রসস্ত হতে চলেছে সেই নির্বাচনের প্রস্তুতি। তাই বছরের শুরুতেই ডাক দেওয়া হয়েছে বৈঠকের। একদম সময় অপচয় না করে নতুন বছরের শুরু থেকেই রাজ্য প্রশাসন তৎপর হতে চলেছে।
সূত্রের খবর, নবান্নে ২ জানুয়ারি ২০২৫- এ যে বৈঠক হতে চলেছে সেখানে সরকারি প্রকল্পগুলি যেগুলি রাজ্য সরকারের পক্ষ থেকে জনসাধারণ পান সেগুলি আরও সহজ ভাবে কী করে পৌঁছে দেওয়া যায় সেই নিয়েই মূলত আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে বাড়ি বাড়ি জল দেওয়ার কাজ। সেই কাজ আরও কীভাবে প্রসস্ত করা যায় সেই নিয়ে মুখ্যমন্ত্রী আরও কিছু নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। বছর শুরুতেই যে এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে তা স্পষ্ট।
দেখুন অন্য খবর