নয়াদিল্লি: ঝাড়ু মেরে পঞ্জাব থেকে কংগ্রেস-সহ বিরোধীদের ধুয়ে মুছে সাফ করে দিল আপ (Punjab Polls 2022)৷ চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা হয়নি৷ কিন্তু পঞ্জাবে ১১৭টি আসনের মধ্যে আপ (AAP wins Punjab) একাই ৯০টির বেশি আসনে জয়ী হতে চলেছে তা বেলার পরই পরিষ্কার হয়ে যায়৷ বিপুল জয়ের জন্য পঞ্জাবের মানুষকে ধন্যবাদ জানান আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (AAP supremo Arvind Kejriwal)৷ বলেন, ‘আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে৷ আপ যাতে পঞ্জাবে ক্ষমতা দখল করতে না পারে সেজন্য সবাই অনেক চেষ্টা করেছে৷ আমাকে সন্ত্রাসবাদী পর্যন্ত বলা হয়েছে৷ কিন্তু পঞ্জাবের মানুষ বুঝিয়ে দিল, আমি সন্ত্রাসবাদী নই৷ আমি দেশভক্ত৷’ এরপরই তিনি দেশজুড়ে ইনকিলাবের ডাক দেন৷ আপের হাত শক্ত করতে মহিলা ও যুবকদের দলে যোগ দেওয়ার আহ্বান জানালেন৷
পঞ্জাবে গত বিধানসভা ভোটে ২০টি আসনে জিতে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছিল আপ৷ সেখান থেকে পাঁচ বছরের মধ্যে ৯০টির বেশি আসনে জিতে মসনদে বসতে চলেছে তারা৷ ভাবী মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে তাই শুভেচ্ছা জানান আপ সুপ্রিমো৷ পঞ্জাবে জয় অরবিন্দ কেজরিওয়ালকেও নতুন উচ্চতা প্রদান করে দিল৷ দেশের মধ্যে আপ একমাত্র রাজনৈতিক দল যারা দুটি রাজ্যে সরকার এবার পরিচালনা করবে৷ দলের মধ্যে তাই আওয়াজ উঠেছে, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন কেজরিওয়াল৷
পঞ্জাব জয়ের পর তাই গোটা দেশে আপের প্রসার ঘটাতে উদ্যোগী হলেন স্বয়ং কেজরিওয়াল৷ তিনি দেশের যুব ও মহিলাদের আপে যোগ দেওয়ার আহ্বান জানান৷ বলেন, আম আদমি বলে ভাববেন না আমরা কী করতে পারি? চরণজিৎ সিং ছন্নিকে একজন আম আদমি হারিয়েছে৷ যিনি হারিয়েছেন তিনি একটি মোবাইল রিপেয়ারিং দোকানে কাজ করেন৷ তাঁর মা সরকারি স্কুলের সাফাই কর্মী৷ বাবা খেত মজুর৷ নভজ্যোত সিং সিধুকে যিনি হারিয়েছেন তিনিও একজন আম আদমি৷ তাই বলছি, আম আদমিকে একদম চটাবেন না৷ নইলে বড় বড় লোকের গদি টলে যাবে৷
আরও পড়ুন: Goa Election results 2022: গোয়ায় তৃণমূলের জোটসঙ্গীকে নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি
নিজেকে ‘দেশভক্ত’ বলে তুলে ধরে কেজরিওয়াল বলেন, ‘আমাদের সংকল্প নিতে হবে নতুন ভারত গড়ার৷ এমন ভারত গড়ব, যেখানে এক মানুষ অন্য মানুষকে ভালোবাসকে৷ ঘৃণার কোনও জায়গা থাকবে না৷ কেউ না খেয়ে ঘুমাবে না৷ মা-বোনেরা সুরক্ষিত থাকবেন৷ দেশ ছেড়ে বাইরে মেডিক্যাল পড়তে যেতে হবে না৷ বরং বিশ্বের দেশ থেকে পড়ুয়ারা ভারতে আসবে পড়তে৷’
আরও পড়ুন: Arvind Kejriwal: আপের পঞ্জাব দখল, হনুমান মন্দিরে পুজো দিলেন অরবিন্দ কেজরিওয়াল