নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অমান্য করেই দিল্লির জাহাঙ্গিরপুরীতে বেআইনি উচ্ছেদ বন্ধ করল না উত্তর দিল্লি পুরসভা (North Delhi Municipal Corporation)। হাজার হাজার পুলিস ও মানুষের সামনেই ভেঙে গুড়িয়ে দেওয়া হল সংঘর্ষের ঘটনায় জড়িত অভিযুক্তদের তৈরি করা বেআইনি বাড়ি।বুধবার সকালে পুরসভার এই অভিযান শুরু হলেই শীর্ষ আদালতে মামলা হয়।মামলায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বুলডোজার অভিযান বন্ধের আবেদন করা হ্য়।এরপরেই আদালত আজকের মতো উচ্ছেদ বন্ধের নির্দেশ দেয়।আগামীকাল ফের শুনানি রয়েছে এই মামলার।এনডিএমসি দিল্লি পুলিস সব রকম আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য ১০০ জন পুলিস মোতায়েন করেছে ওই এলাকায়। ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছেন পুলিসকর্তারা।
বেআইনি ভাবে সরকারি জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ জানিয়ে পুরসভাকে চিঠি দিয়েছিল দিল্লির বিজেপি প্রধান আদেশ গুপ্তা।তার একটি চিঠির পরেই উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের (NDMC) তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, জাহাঙ্গীরপুরীর ঘটনায় অভিযুক্তরা সরকারি জমি দখল করে যে বেআইনিভাবে এই বাড়িগুলি তৈরি করেছিল সেগুলিকেই এদিন বুলডোযার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।এ দিন সকাল দশটা নাগাদ শুরু হয় উচ্ছেদ অভিযান।
#WATCH | Anti-encroachment drive still underway at Jahangirpuri by North Delhi Municipal Corporation despite Supreme Court order to maintain status-quo pic.twitter.com/cAG4FhdpMT
— ANI (@ANI) April 20, 2022
আরও পড়ুন SC on Jahangirpuri Bulldozers: আজকের মতো জাহাঙ্গিরপুরীর বেআইনি উচ্ছেদ বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের
দিল্লিতে হনুমান জয়ন্তী সংঘর্ষের ঘটনায় পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে মামলা করল দিল্লি পুলিস। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি পুলিসকে নির্দেশ দেওয়ার পরেই, ২০২০ সালের দিল্লি দাঙ্গার পুনরাবৃত্তি এড়াতে “দাঙ্গাকারীদের” বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হয়। পুলিস জানিয়েছে, পাঁচজনের মধ্যে রয়েছে সোনু শেখ, যিনি ভিড়ের মধ্যে গুলি চালিয়েছিল, আনসার, যাকে এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে, এছাড়াও রয়েছে সেলিম, দিলশাদ এবং আহিদ।সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন Jahangirpuri Anti-Encroachment Drive : জাহাঙ্গিরপুরীতে শুরু দখলদারি উচ্ছেদ অভিযান, সরব আপ