কলকাতা: আয়ু শেষ হতে চলল ২০২৪ সালের। আগমন হবে আরও একটা ইংরেজি নতুন বছরের। বিদায়ী বছরে ক্রীড়া দুনিয়ায় অনেক বড় ঘটনার সাক্ষী হয়েছি আমরা। ভারতীয় ক্রিকেট দলের আইসিসি ট্রফির খরা কাটা থেকে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, ঘটে গিয়েছে আকাশ-পাতাল। একবার চোখ রাখব খেলার দুনিয়ায় এ বছরের উল্লেখযোগ্য ঘটনাগুলিতে।
ভারতের টি২০ বিশ্বকাপ জয়: ২০০৭ সালের পর ২০২৪। মহেন্দ্র সিং ধোনির পর রোহিত শর্মার হাতে টি২০ বিশ্বকাপের ট্রফি উঠে এল গত ২৯ জুন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১১ বছর পর আইসিসি ট্রফি এবং ১৩ বছর পর বিশ্বকাপ জেতে ভারতীয় দল। গ্রুপ স্টেজ থেকে অপরাজিত ছিল ভারত। রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দেয় ভারত। টুর্নামেন্ট জুড়ে ঋষভ পন্থের সাহসী ব্যাটিং, বুমরার অনবদ্য বোলিং এবং ফাইনাল ম্যাচে হার্দিকের আগুন স্পেলের মাঝে সূর্যকুমারের অবিশ্বাস্য ক্যাচের জন্য স্মরণীয় হয়ে থাকবে ২০২৪-এর টি২০ বিশ্বকাপ।
সুনীল ছেত্রীর অবসর: ২০২৪-এর ১৬ মে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী। গত ৬ জুন কলকাতার সল্টলেক স্টেডিয়ামে তিনি কেরিয়ারের শেষ ম্যাচটি খেলেন। যদিও কুয়েতের বিরুদ্ধে এই ম্যাচটি গোলশূন্য ড্র হয়ে যায়। ভারতীয় ফুটবলের উজ্জ্বলতম অধ্যায় হয়ে থেকে যাবেন সুনীল ছেত্রী। ২০০৫ সালে অভিষেক করে ভারতের জার্সি গায়ে ১৫১ ম্যাচে ৯৪টি গোল করেছেন তিনি। বিশ্বের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রোনাল্ডো, মেসি ও আলি দায়ির পর চতুর্থ স্থানে রয়েছেন ভারতীয় কিংবদন্তি।
তিন কিংবদন্তির অবসর: ক্যারিবিয়ানদের দেশে দাপটের সঙ্গে টি২০ বিশ্বকাপ জয়ের পরই ক্রিকেটের সবথেকে ছোট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। একইসঙ্গে বিশ্বজয়ের পর আন্তর্জাতিক টি২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাও। রোহিত ১৫৯টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে ৫টি সেঞ্চুরি সহ ৪২৩১ রান করেছেন। এদিকে ১২৫টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে বিরাট ১টি সেঞ্চুরি সহ করেছেন ৪১৮৮ রান। এদিকে জাদেজা ৭৪টি ম্যাচে ৫১৫ রান করে নিয়েছেন ৫৪টি উইকেট।
অশ্বিনের অবসর: দীর্ঘদিন ধরে ঘরের মাঠে ভারতীয় দলের সেরা অস্ত্র অশ্বিন অবসর নিয়েছেন। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় ম্যাচ শেষ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন তিনি। তবে ক্লাব ক্রিকেট মানে আইপিএল খেলবেন তিনি। জানিয়ে দিয়েছেন, এখনও ফুরিয়ে যাননি। সব ধরনের ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক আঙিনায় ৭৬৫ উইকেট পেয়েছেন অশ্বিন।
ঘরের মাঠে হোয়াইটওয়াশ: গত দুই দশকে যা ঘটেনি সেই লজ্জায় ডুবেছে ভারতীয় ক্রিকেট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ হেরেছেন রোহিত শর্মারা। এই প্রজন্মের ভারতীয় ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে কতটা দুর্বল তার প্রমাণ মিলেছিল এই সিরিজেই। ২০১২ সালে ইংল্যান্ড ২-১ সিরিজ জিতে গিয়েছিল, কিন্তু এবার একেবারে হোয়াইটওয়াশ।
লিগশিল্ড বাগানের: মরসুমের মাঝামাঝি টিমটা খোঁড়াচ্ছিল। হুয়ান ফেরান্দোকে সরিয়ে হোসে আন্তনিও লোপেজ হাবাসকে কোচ করে আনে মোহনবাগান। তারপরেই ম্যাজিক। লিগশিল্ডের আর এক দাবিদার মুম্বই সিটি এফসির বিরুদ্ধেই পড়েছিল লিগের শেষ ম্যাচ। ড্র করলে চলত মুম্বইয়ের, কিন্তু জিততেই হত সবুজ-মেরুনের। যুবভারতী ক্রীড়াঙ্গনে সমর্থকদের আনন্দে ভাসিয়ে জেতে হাবাসের দল। লিগশিল্ড ঢোকে কলকাতার ক্লাবে।
আরও পড়ুন: হারের হ্যাটট্রিক, অবনমনের আশঙ্কায় ম্যান ইউ!
প্যারিস অলিম্পিক্স: ২৬তম গ্রীষ্মকালীন অলিম্পিক্সে ১৬টি খেলায় ১১০ জন্য ভারতীয় খেলোয়াড় অংশগ্রহণ করলেও ১টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ সহ মোট ৬টি পদক পেয়েছে ভারত। আশা জাগিয়েও সোনা জিততে পারেননি নীরজ চোপড়া। জ্যাভেলিন থ্রোয়ে তিনি রুপো জিতেছেন। এছাড়াও মনু ভাকের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। পাশাপাশি, মনু ভাকের ও সরবজ্যোত সিং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন। স্বপ্নিল কুসালে শুটিং ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেন। কুস্তিতে ব্রোঞ্জ আসে আমন শেরাওয়াতের হাতে। এছাড়াও ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফেরে। যদিও অনেক অ্যাথলিট পদকের খুব কাছাকাছি পৌঁছেও ভাগ্যের পরিহাসে খালি হাতে ফিরেছেন। বিশেষ করে বিনেশ ফোগাটের রুপো নিশ্চিত হলেও তাঁর বাদ পড়ে যাওয়া একটি হতাশাজনক ঘটনা হয়ে থেকে যাবে ২০২৪-এর স্মৃতির খাতায়। এছাড়াও লক্ষ্য সেন এবং অর্জুন বাবুটা তাঁদের ইভেন্টে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও পদক জিততে পারেননি।
দাবায় ভারতের সাফল্য: ২০২৪ সালে দাবায় দাপট দেখিয়েছে ভারত। বছরের শেষে চিনের ডিং লিরেনকে হারিয়ে মাত্র ১৮ বছর বয়সে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ। এছাড়াও বছরের শুরুতে চেস অলিম্পিয়াডে প্রথমবারের জন্য সোনা জিতে ভারত। পুরুষ এবং মহিলা, দুই বিভাগেই সোনা আসে ভারতের ঝুলিতে।
স্পেনের ইউরো জয়: টুর্নামেন্টের শুরু থেকেই যে দুটি দলকে ফেভারিট মনে হয়েছিল— জার্মানি এবং স্পেন। কিন্তু এই দুই দল মুখোমুখি হয়ে যায় কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচ ২-১ জিতে এবং সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ হারিয়ে ফাইনালে যায় স্প্যানিশরা। অন্য দিকে গুঁতো খেতে খেতে কীভাবে যেন ফাইনালে ওঠে ইংল্যান্ড। কিন্তু ফাইনালে ইংলিশদের পর্যুদস্ত করে চ্যাম্পিয়ন হয় স্পেন, ফলাফল— ২-১।
মেসির ফের কোপা জয়: টানা দ্বিতীয়বার কোপা জেতে আর্জেন্টিনা। ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে ৯০ মিনিট গোলশূন্য ছিল। ১১২ মিনিটে জয়সূচক গোলটি করেন লাতারো মার্তিনেজ। লিওনেল মেসির পালকে যোগ হয় নতুন পালক।
নাদাল-মারের অবসর: এই বছর অবসর নিয়েছেন টেনিসের কিংবদন্তি রাফায়েল নাদাল। অবসর নিয়েছেন আর এক মহারথী অ্যান্ডি মারেও। ২২টি মেজর এবং দুটি অলিম্পিক সোনা জিতেছেন নাদাল। ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে বিদায়ের পরই অবসর ঘোষণা করেন তিনি। রেকর্ড ১৪ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন স্প্যানিশ তারকা। অন্যদিকে ব্রিটিশ টেনিস তারকা মারে তিনটি গ্র্যান্ড স্ল্যাম সহ ১১টি মেজর ট্রফি জিতেছেন।
প্যারা অলিম্পিক্স: গ্রীষ্মকালীন অলিম্পিক্সে সেভাবে সাফল্য না এলেও প্যারা অলিম্পিক্সে ভারতীয় খেলোয়াড়রা দেশকে হতাশ করেননি। এই টুর্নামেন্টে ভারত ৭টি সোনা, ৯টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ সহ মোট ২৯টি পদক জেতে। পদক তালিকায় ১৮তম স্থানে শেষ করে ভারত।
দেখুন অন্য খবর: