Placeholder canvas
কলকাতা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock
চতুর্থ স্তম্ভ: কত মাইনে পেলে আপনি বড়লোক?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১০:০০:৩২ পিএম
  • / ৪১৯ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

কত মাইনে পেলে আপনি বড়লোক? বা কত রোজগার করলে আপনাকে বড়লোক বলা যাবে? সেই ছোটবেলায় আমাদের শেখানো হয়েছে লেখাপড়া করে যে, গাড়িঘোড়া চড়ে সে৷ অর্থাৎ ওহে বালক, মন দিয়ে লেখাপড়া করো, একমাত্র লেখাপড়া করলেই তুমি গাড়িতে চড়বে৷ লোকে তোমাকে বড়লোক বলবে৷ সেই কবেই জ্ঞান অর্জন আসলে উপার্জন করার জন্য, পকেট ভর্তি টাকা চাই, সরস্বতীর সাধনাটা হল বাহানা, আসল লক্ষ্য লক্ষ্মীর ঝাঁপি৷ তো সেই জন্যই একটা প্রশ্ন তো উঠেই আসে৷ কত রোজগার করলে ওই কোট আনকোট বড়লোক হওয়া যায় দার্শনিক চক্ষু উলটাইয়া কহিবেন, ইহা আপেক্ষিক। আম্বানির পাশে যাদের দেখা যায়, তাদের কাছে বড়লোক হওয়া মানে নিজের চার্টার্ড প্লেন থাকা৷ ধরুন ছোটখাটো কারখানার মালিক ভাবে বাইপাসের ওপর ৩ কোটির ফ্ল্যাট কিনলে বড়লোক হওয়া যায়৷ মহারাজ শুনেছি ৪০ কোটি টাকার বাংলো কিনেছেন৷ ঋদ্ধিমান সাহা কি সেটাকে বড়লোক হওয়ার মাপকাঠি বলে মনে করেন? হঠাৎ লটারিতে ১ লক্ষ টাকা পেয়ে, কালোদা, চায়ের দোকান চালায়, সেই কালোদা ভাবে, যাক বড়লোক তো হয়েই গেলাম৷ অতএব বড়লোক হওয়াটা খানিক আপেক্ষিকও বটে।

তাহলে সরকারি হিসেব? আমরা এমন পোড়ার দেশে বাস করি যে, এদেশের সরকার কত রোজগার করলে তুমি গরিব, তার হিসেব দেয় বটে, কত রোজগার করলে তুমি বড়লোক, তার হিসেব দেয় না। তাহলে? একটা কাজ করাই যায়, অন্য দেশের সঙ্গে তুলনা না করে, কেবল আমাদের দেশের মানুষদের আয় নিয়ে, হিসেব কষলে কেমন হয়? ধরুন আমাদের দেশের জনসংখ্যা ১০০৷ তো প্রথম দশজনের আয়ের একটা গড় বার করাই যায়৷ ১০০ জনের প্রথম দশজনকে বড়লোক বলাই যায়, রাজি? আমাদের আঁক কষতে হবে না৷ না অক্সফোর্ড, কেম্ব্রিজ ইত্যাদির হিসেব দিলে মোদিজি, আরএসএস–বিজেপি খুব রেগে যাবে, তাই এই হিসেব নিলাম বিবেক দেবরায়ের কাছ থেকে৷ প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা, চেয়ারম্যান ইকনমিক অ্যাডভাইসারি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টার৷ আশা করা যায় তেনার হিসেব নিয়ে অত প্রশ্ন উঠবে না৷ তো তাঁর হিসেবে, এই মূহুর্তে আমাদের দেশের প্রথম ১০% জনসংখ্যার মাসের রোজগার, মাস মাইনে ২৫ হাজার টাকা। কি কাণ্ড দেখুন তো, আপনি ২৫ হাজার টাকার বেশি রোজগার করেন, অথচ আপনি যে বড়লোক, এটাই আপনি জানতেন না৷ ২৫ হাজার টাকা রোজগার, তিন জনের ফ্যামিলির খাওয়াদাওয়া ১০ হাজার, রইল ১৫৷ চিকিৎসা, গাড়িভাড়া, ইন্সিওর‍্যান্স ৪ হাজার৷ রইল ১১, ফ্ল্যাটের ইএমআই ৯০০০৷ রইল সাকুল্যে ২ হাজার ছেলের স্কুলের মাইনে আর বই? ৩০০০৷ আপনি ধারে চলে গিয়েছেন, মানে ডেফিসিটে চলছেন৷ এরপর হঠাৎ শশুর শাশুড়ি চলে এলে মাথায় হাত৷ কিন্তু আপনি বড়লোক, আপনি সেই ভাগ্যবানদের একজন যারা দেশের জনসংখ্যার মাত্র ১০ %, প্রথম ১০%, ১৫০ কোটির দেশে প্রথম ১৫ কোটির একজন। আপনার মাথায় হাত তো? নিজের কথা ভেবে? নিজের অক্ষমতার কথা ভেবে? দাঁড়ান, দাঁড়ান, ছোটবেলায় স্কুলে পড়ানো হয় নি? কবি কামিনী রায়ের কবিতা?
“ আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী ‘পরে,
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে মোরা পরের তরে ”

তাই এক সেকেন্ডের জন্য নিজের কথা বাদ দিয়ে ভাবুন দেশের সেই ১০% এর কথা, যারা রয়েছে সবথেকে তলায়, তাহলে তাদের রোজগার কত? তাহলে তাদের চলে কী করে? ওই বিবেক দেবরায়ের নেতৃত্বে দ্য ইন্সটিটিউট ফর কমপিটিটিভনেশ, রিপোর্ট দিয়েছে, দ্য স্টেট অফ আনইকুয়ালিটি ইন ইন্ডিয়া, সেই রিপোর্টে বলা হচ্ছে, মজুরি পায় বা মাইনে পায় এমন মানুষজন যাঁরা শহরে থাকেন, তাদের মধ্যে মহিলাদের মাসে গড় রোজগার ১৫ হাজার ৩১, শহরে পুরুষদের গড় রোজগার ১৯১৯৪, গ্রামে যাঁরা থাকেন তাদের মধ্যে মহিলাদের ১২০৯০, পুরুষদের ১৩৯১২ টাকা রোজগার। এইসব রোজগারের মধ্যে বিভিন্ন লোককল্যান প্রকল্পের টাকাও যোগ করা আছে, এবং এই আয় বৈষম্য প্রতি বছর, প্রতিবছর নিয়মিত বেড়েই চলেছে। ওনাদেরই হিসেবে, দেশের ১ %, মানে মাত্র দেড় কোটি মানুষের রোজগার ১২৭.৫ কোটি টাকা। আর তলার, এক্কেবারে তলার ১০% মানুষ, মানে ১৫ কোটি মানুষের রোজগার ৩২.১ কোটি টাকা। এই ফারাকও ক্রমশ বাড়ছে, রোজ বাড়ছে। আর সেই জন্যই ১৯৪৭ সাল থেকে আজ অবদি যখনই ভোট হয়, তখনই হরেক কিসিমের দল রোটি কপড়া আউর মকানের স্লোগান তোলে, প্রতিশ্রুতি দেয়, ভাই সকল, আপনারা সবাই রুটি পাবেন, গায়ে দেবার জামা পাবেন আর মাথার ওপরে আপনাদের একটা নিজের ছাদ থাকবে৷ প্রতি নির্বাচনে নিয়ম করে, একই কথা, একই স্লোগান, মানুষ ভোট দিচ্ছে, আগের বছরের থেকে আরও বেশি হারে ভোট, প্রতি বছর গরিব আরও গরিব হচ্ছে, বড়লোক আরও বড়লোক।

ভগৎ সিং দেশের তরুণদের প্রতি, এক খোলা চিঠিতে লিখছেন, “ভারতের সরকারে মাথায় লর্ড আরউইন বসে আছে না স্যর পুরুষোত্তম ঠাকুর দাস বসে আছে, তাতে কি এসে যায়? এক কৃষকের কাছে দেশের মাথায় লর্ড আরুইনের বসে থাকা বা স্যর তেজ বাহাদুর সপ্রুর বসে থাকা একই, তার কাছে এর কোনও ফারাক নেই, যতক্ষণ না এক নতুন সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে।“ আজ সেই কথা যে কত বড় সত্যি তার প্রমাণ হল, যে স্বাধীনতার জন্য হাজারো মানুষ প্রাণ দিয়েছে, ফাঁসির কাঠে জীবন বিসর্জন দিয়েছে, অন্দামানের সেলুলার জেলে কাটিয়েছে বছরের পর বছর, সেই স্বাধীনতা কেবল ১% মানুষের হাতে অর্থ তুলে দেয়, জীবনের যাবতীয় উপকরণ তাদেরই হাতে, রঙ চটা জামা পরে ‘ইয়ে পুষ্পা রাজ হ্যায়, পুষ্পা ঝুঁকেগা নঁহি, দেখতে চলে যায় অসংখ্য মানুষ, তালি বাজায়, বেরিয়ে আসে, তাদের মাথা আরও নুইয়ে যায়, তাদের জীবনে ফারাক আসে না, আসতে পারে, কোনওদিন হয়তো বা আসতে পারে, এই ভেবে তারা বছরের পর বছর ভোট দেয়, ১৭ তম লোকসভা গঠন হয়ে গ্যালো, ধারাবাহিকভাবেই আয়ের বৈষম্য, জীবন যাপনের বৈষম্য বেড়েই চলেছে, সরকারের পর সরকার আসছে, যাচ্ছে, বৈষম্য কমছে না, এখন আরও এক মজার তথ্য আপনার সামনে রেখে দেওয়া হল, চুষিকাঠির মতো, চুষিকাঠি দেখেছেন তো? বাচ্চা কাঁদলে তার মা, মুখে পুরে দেয়, সেই চুষিকাঠির মত আপনার সামনে রাখা হল, আপনার মাইনে ২৫ হাজার টাকা? তাহলে আপনি দেশের ১০% মানুষের মধ্যে একজন, আপনি বড়লোক, আপনি প্রিভিলেজড।

আপনার মাইনে ২০? আরও ৫ এর জন্য লড়ুন, নৈতিকতার ধারও ধারবেন না, যে ভাবে হোক, ছলে বলে কৌশলে ওই ২৫ হাজারে পৌঁছতেই হবে৷ হয়ে উঠতেই হবে ওই মাত্র ১৫ লক্ষ মানুষের একজন, যাদের দু’বেলা অন্তত খাবার জোটে, ঘরে ফ্রিজ আছে, ছেলে মেয়েরা পড়াশুনো করতে স্কুলে যায়, প্রয়োজনে খানিক চিকিৎসাও পাওয়া যায়৷ সেই ২৫ হাজারি ক্লাবে ঢুকতে হবে। আপনি যখন এই প্রাণপণ লড়াইটা চালিয়ে যাচ্ছেন, তখন আড়ালে বসে নরেন্দ্র মোদির বন্ধুপত্নী হাসছেন৷ তিনি শাড়িই পড়েন কোটি টাকার৷ মোদিজির পরিচিত মেহুল ভাই, মেহুল চোকসি ওয়েস্ট ইন্ডিজের বীচ রিসর্টে বসে মালেবু খাচ্ছেন বান্ধবীর সঙ্গে৷ দেশের ১% ই এখন দেশের চালিকা শক্তি, তারাই বাজার চালায়, তারাই ব্যাঙ্ক চালায়, তারাই সরকার চালায়। তারজালি দেওয়া ঘেরাটোপ থেকে, কখনও সখনও এক আধটা মুরগি বেরিয়ে পড়ে, খোলা আকাশের তলায়, হঠাৎই স্বাধীন, ডেকে ওঠে কোঁকর কোঁ, বনে নয়, মনে মোর, পাখি আজ গান গায়, আপনি চেষ্টা চালিয়ে যান, ১৫ থেকে ২০, ২০ থেকে ২৫, ২৫ থেকে ৪০, ৪০ থেকে ৭০, আপনার সঙ্গে অনেকেই চেষ্টা চালাবে, দু’একজন কদাচিত উঠতে পারবে, বাকিরা হড়কে পড়বে, এই ট্রাপিজের খেলা চলছে, চলবে, আর এটাই সেই ১%, দেশের ১% মানুষের বিনোদন, সাপলুডো খেলছে পাগল নয়, আপনি, আপনি, আপনি, আর ওপর থেকে বিধাতা নয়, দেখছে বসে কর্পোরেট হনুরা, দেখছে আদানি, দেখছে আম্বানি, দেখছে মালিয়া, মেহুল চোকশি, নীরব মোদি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া লাফাচ্ছি, ঝাঁপাচ্ছি, কসরত করছি, গণতান্ত্রিক কসরত।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬
১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩
২৪২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০
আর্কাইভ

এই মুহূর্তে

উপনির্বাচনে ছয়ে ছক্কা তৃণমূলের, বিরোধীরা দিশাহারা
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
বড়পর্দায় সুপার হিট! তবুও কেন ঘন ঘন পর্দায় দেখা মেলে না শ্রদ্ধার?
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
বিহারে ভরাডুবি! ভোটের ময়দানে খাতা খুলতে ব্যর্থ পিকে’র প্রার্থীরা
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে মুখ খুললেন নেতানিয়াহু
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
রাহুলকে ছাপিয়ে ওয়েনাডে জয়ী প্রিয়ঙ্কা
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
দল-বদল করেও ভোটে হেরে গেলেন বাবা সিদ্দিকি’র পুত্র জিশান
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
বলিউডে জুটিদের ঘন ঘন বিবাহ বিচ্ছেদের নেপথ্যে কারণ কী?
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
‘এবার সংসদ ওয়েনাড়ের কণ্ঠস্বর শুনবে, উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
নৈহাটিতে সবুজ ঝড়, ৪৯১৯৩ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
বাংলায় ৬ এ ৬ তৃণমূলের, মা-মাটি-মানুষকে ধন্যবাদ মমতার
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
কে হবেন মুখ্যমন্ত্রী? কী বললেন দেবেন্দ্র ফড়নবিশ?
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
যশস্বী-রাহুল জুটিতে তছনছ একের পর এক রেকর্ড
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ফলোয়ার্স ৫.৬ মিলিয়ন, ভোট মাত্র ১৫৫ টি! কে সেই অভাগা প্রার্থী?
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
‘আমি পাহারাদার, জমিদার নই’, ভোটের রেজাল্টের পরেই বিজেপিকে কটাক্ষ অভিষেকের
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
মাইয়া যোজনার ম্যাজিকেই ঝাড়খণ্ডের ক্ষমতায় হেমন্ত
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team