কলকাতা: বুধবার, রাত ১১টা বেজে ২০ মিনিট৷ চতুর্থ রাউন্ড গণনা শেষ৷ উদ্ধার ৪১ কোটি টাকা৷
বুধবার দুপুরে বেলঘরিয়ার রথতলার অভিজাত আবাসনের ন’তলার ফ্ল্যাটের ভিতর আলমারি ভর্তি বান্ডিল দেখে ফের টাকা গোণার যন্ত্র নিয়ে আসার ব্যবস্থা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনের মতো এই ফ্ল্যাটটির মালকিনও অর্পিতা মুখোপাধ্যায়৷ দুর্নীতি নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতো তাঁকেও গ্রেফতার করেছে ইডি৷ এদিনও রথতলার আবাসনের ভিতর গুপ্তধন গোণার জন্য ডেকে আনা হয় ব্যাঙ্কের দক্ষ কর্মীদের৷ বুধবার রাত পর্যন্ত চলে টাকা গোণা৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, রথতলার ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৪০ কোটি টাকা, সোনা ও রুপোর বাট এবং গুরুত্বপূর্ণ নথি৷ এর আগে টালিগঞ্জের অর্পিতার আবাসন থেকে প্রায় ২২ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি৷ তদন্তকারীদের অনুমান, স্কুলে চাকরির বিনিময়ে নেওয়া ঘুষের টাকা এটি৷
এদিন রথতলার আবাসন থেকে এখনও পর্যন্ত উদ্ধার হওয়া টাকার পরিমাণ দেখে আঁতকে উঠেছেন এসএসসির চাকরিপ্রার্থীরা৷ টাকার অঙ্ক কোথায় গিয়ে ঠেকবে তা জানতে উৎসুক আম বাঙালি৷ গভীর রাতে আবাসনে প্রবেশ করে ট্রাঙ্ক৷ সম্পূর্ণ গণনার পর এই ট্রাঙ্কে টাকা নিয়ে যাওয়া হবে ব্যাঙ্কে৷ এদিকে এদিনের টাকা উদ্ধারের ঘটনার পর পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আরও দূরত্ব বাড়াল তৃণমূল৷ দলের মুখপাত্র কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্য, ‘ঘটনাটি একদমই কাম্য নয়৷ পার্থদা মিডিয়ার সামনে নিজেকে একবারও নির্দোষ বলতে পারলেন না৷’ সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এর পরেও মুখ্যমন্ত্রী বলবেন তিনিই কিছুই জানতেন না৷