ওয়েব ডেস্ক: ওভাল টেস্টের (Oval Test) চতুর্থ দিনের সকাল। গ্যালারি কানায় কানায় পূর্ণ। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার মাত্র ৩৫ রান, ভারতের দরকার ৪ উইকেট। এমন দৃশ্য টেস্ট ক্রিকেটে খুব একটা দেখা যায় না। ম্যাচে রোমাঞ্চ চরমে। কিন্তু মহম্মদ সিরাজ এদিন সবুজ পিচে যেন এক রূপকথা লিখতে নেমেছিলেন। প্রসিদ্ধ কৃষ্ণর সঙ্গে জুটি বেঁধে এক অনবদ্য বোলিং স্পেল উপহার দিয়ে ভারতকে এনে দিলেন এক ঐতিহাসিক জয়। ৬ রানে জিতে ভারত ৫ ম্যাচের টেস্ট সিরিজ ড্র করল ভারত।
সিরিজ ড্রয়ের আনন্দে এখন বিশ্লেষণ ও সমালোচনা সবই স্তব্ধ। তবে উচ্ছ্বাস থিতিয়ে এলে আবারও সামনে আসবে একটা প্রশ্ন – ভারতের টেস্ট দলে নম্বর তিন নম্বরে কে ব্যাটিং (No 3 Batter) করবেন? কারণ ইংল্যান্ড সিরিজের আগেই বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসরের নেন। ভবিষ্যতের দিকে তাকিয়ে শুভমন গিলকে (Shubman Gill) অধিনায়ক করা হলেও, তিন নম্বরের জন্য এখনও এরকম কোনও ব্যাটারকে খুঁজে পায়নি টিম ইন্ডিয়া, যিনি ধারাবাহিকভাবে রান করতে সক্ষম।
আরও পড়ুন: ব্রিটিশ-বধ ও একগুচ্ছ রেকর্ড! ইতিহাস লিখে দেশে ফিরছে টিম ইন্ডিয়া
অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে (Anderson-Tendulkar Trophy) তিন নম্বরে ব্যাট করতে দেখা গিয়েছে করুণ নায়ার (Karun Nair) এবং সাই সুদর্শনকে (Sai Sudarshan)। দুজনের মধ্যে সাই সুদর্শন যেমন আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে এসেছেন, তেমনই করুণ নায়ারও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা দেখিয়েছেন। এবার ইংল্যান্ড সফরে নায়ার চারবার তিন নম্বরে নেমে মাত্র ১১১ রান করেছেন, সর্বোচ্চ স্কোর ৪০। অন্যদিকে সুদর্শন ওল্ড ট্র্যাফোর্ডের হাফ-সেঞ্চুরি মিলিয়ে ছয় ইনিংসে মোট ১৪০ রান করেন। পরিসংখ্যান থেকে একটা কথা বেশ পরিষ্কার- টপ অর্ডারের ব্যাটাররা রান পেলেও তিন নম্বরের ব্যাটাররা বারবার ব্যর্থ হয়েছেন।
এবার বিসিসিআই চাইলে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) বা সরফরাজ খানকে (Sarfaraz Khan) এই পজিশনে খেলিয়ে দেখতেই পারে। শ্রেয়স এখন ফর্মে রয়েছেন, আবার সরফরাজও নিজেকে ফিট করে তুলেছেন। তিন নম্বরে ভরসাযোগ্য ব্যাটার হিসেবে অভিজ্ঞ চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) এবং অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) নামও উঠে আসতে পারে। কিন্তু দু’জনকেই যখন দলীপ ট্রফি স্কোয়াডে রাখা হয়নি, তখন তাঁদের প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রায় ক্ষীণ। তাই তিন নম্বর নিয়ে ধোঁয়াশা একটা রয়েই যাচ্ছে।
দেখুন আরও খবর: