ওয়েব ডেস্ক: বর্ষায় বাড়ে চুলের সমস্যা (Hair Problem)। মুঠো মুঠো চুল পড়া (Hair Fall) এই মরশুমে খুবই সাধারণ। ‘এটা ওটা’ করেও সমস্যা মেটে না। বর্ষায় আবার চুল পড়ার দোসর চুলে জট পড়া। ঘন-লম্বা চুল হলে তো কথাই নেই। জট ছাড়াতে রীতিমতো হিমশিম খেতে হয়। জট ছাড়াতে গিয়ে আবার এক মুঠো চুল ছিঁড়ে হাতে চলে আসে। তবে চুলের সঠিক যত্ন নিলে এই সমস্যা থেকে কিন্তু মুক্তি মেলে। কী কী উপায়? ঝটপট চোখ বুলিয়ে নিন।
১. চুলে জট পড়ার সমস্যা থেকে রেহাই পেতে প্রথমেই প্রয়োজন ভালো শ্যাম্পু বেছে নেওয়া। চুলের ধরণ অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করলে এই ধরনের ঝামেলা অনেকটাই কমবে।
২. শ্যাম্পুর পর চুলে সিরাম ব্যবহার করা খুব জরুরি। বিশেষ করে আঁচড়ানোর আগে। সিরাম চুলকে মসৃণ করে তোলে এবং জট তৈরি হতে দেয় না।
আরও পড়ুন: ধুলেই কালো জলে ভরবে না বেসিন, এই টিপসে পরিস্কার করতে পারেন মাশরুম
৩. চুলে জট পড়ার প্রবণতা কমাতে হালকা গরম তেল ব্যবহার করে মাথার ত্বকে আলতো করে ম্যাসাজ করুন। এতে চুলের গোড়া মজবুত হবে এবং জট কমবে।
৪. চুলের ডগা ফেটে গেলে চুল দুর্বল হয়ে যায় ও জট পড়তে পারে, তাই নিয়মিত চুলের ট্রিমিং করাও দরকার।
৫. চুলকে নরম ও জট মুক্ত রাখতে শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার কিন্তু মাস্ট।
দেখুন অন্য খবর