বাইকের সঙ্গে হেলমেট ওতপ্রোতভাবে জড়িত। দুর্ঘটনায় বড় ক্ষতি থেকে বাঁচাতে সাহায্য করে হেলমেট। হেলমেট মাথাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এছাড়াও ট্রাফিক পুলিশের জরিমানার হাত থেকেও রক্ষা পাবেন হেলমেট ব্যবহারে। কারণ দেশের ট্রাফিক আইনে হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে একটা ব্যাপার নিশ্চয়ই খেয়াল করেছেন। বেশিরভাগ সময় বাইকের হেলমেটের রং হয় কালো। অন্যান্য বিভিন্ন রঙের হেলমেট পাওয়া গেলেও বেশিরভাগ ব্র্যান্ডের হেলমেট থাকে কালো রঙের। চলুন জেনে নেওয়া যাক কেন বাইকের হেলমেট বেশিরভাগ সময় কালো হয়-
হেলমেট তৈরির জন্য যে সমস্ত প্লাস্টিক ব্যবহার করা হয় ত কালো রঙের। এরপর প্রক্রিয়া চলাকালীন যখন অন্যান্য ধরনের উপাদান যুক্ত করা হয়, তখন এই সম্পূর্ণ মিশ্রণের রং হয়ে যায় কালো। এই কালো রংকে অন্য রঙে রপান্তর করা বেশ কঠিন এবং খরচ সাপেক্ষ। যে কারণে কোম্পানিগুলো তাদের টাকা বাঁচাতে এই পিগমেন্ট দিয়েই হেলমেট তৈরি করে।
আরও পড়ুন: Health Tips | বানিয়ে ফেলুন এই পানীয়, শরীরে পূরণ হবে জলের ঘাটতি
এছাড়াও কালোরং রাইডারদের মধ্যে বেশ জনপ্রিয়। ফলে অনেক কোম্পানি ফ্যাশনের কথা মাথায় রেখে এটা করে।
কালো রঙ সব ধরনের জামাকাপড় এবং বাইকের রঙের সঙ্গে মানিয়ে যায়।
আবার কালো নারী পুরুষ সবার পছন্দের তালিকায় শীর্ষে থাকে। ফলে এই রঙের হেলমেট নারী এবং পুরুষ যে কোনো রাইডার বেশি পছন্দ করেন। এছাড়া মানুষের চুলের রং বেশির ভাগই কালো, তাই তারা যখন কালো হেলমেট পরে তখন তাদের মাথায় হেলমেট আলাদা বা খারাপ দেখায় না।
কালো হেলমেটের আর একটি উপকারিতা হল, নোংরা কম হয়। বাইরের ময়লা ধুলা বালিতেও তা খুব বেশি বোঝা যায় না। তাই নিয়মিত পরিষ্কার করার ঝামেলাও থাকে না।