Placeholder canvas
কলকাতা সোমবার, ২০ অক্টোবর ২০২৫ |
K:T:V Clock
Talk on Fcats | বিশ্বের রহস্যময় ৫ ছবি
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ১১:৪৭:১১ পিএম
  • / ২৩৪ বার খবরটি পড়া হয়েছে

মোনালিসা
পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আলোচিত এই ছবিটির চিত্রশিল্পী ইতালীয় রেনেসাঁর লিওনার্দো দ্য ভিঞ্চি। এই চিত্রকর্মটির নাম শোনেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। মনে করা হয় ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে তিনি এ ছবিটি এঁকেছিলেন। কিন্তু কে এই মোনালিসা? অনেক শিল্প গবেষক মনে করে থাকনে, পোর্ট্রেটের নারীকে ফ্লোরেন্টাইনের বণিক ফ্রান্সিসকো দ্য গিওকন্ডোর স্ত্রী লিসা গেরাদিনি। আবার প্রায় লোমহীন মুখটায় অনেকে দাড়ি লাগিয়ে স্বয়ং লিওনার্দোকেই আবিষ্কার করে ফেলেন। অনেকের মতে, এ চরিত্রটি লিওনার্দো দ্য ভিঞ্চির নারীসত্ত্বা! 

দ্য স্টারি নাইট
ভিনসেন্ট ভ্যান গগ গুণী চিত্রকরদের একজন। তার বিখ্যাত চিত্রকর্ম দ্য স্টারি নাইট পেয়েছে অগণিত মানুষের ভালোবাসা। অনেকের মতে, এটি তার জীবনের সেরা কাজ। ১৮৮৯ সালে জুন মাসে এ ছবিটি আঁকেন তিনি। মানসিক বিকারগ্রস্ত হয়ে নিজের কান নিজেই কেটে যখন হাসপাতালে ভর্তি হন তখন জানালার বাইরের রাতের দৃশ্যটি দেখে তিনি এই ছবিটি এঁকেছিলেন। ক্যানভাসের উপর তেল রঙে আঁকা ছবিটি বর্তমানে রয়েছে নিউ ইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টে।

গার্ল উইথ আ পার্ল ইয়ারিং
ডাচ চিত্রশিল্পী ইয়োহানেস ভারমিয়ারের কীর্তি আশ্চর্যময়ী এ বালিকার ছবিকে বলা হয়ে থাকে ‘মোনালিসা অব নর্থ’। ১৬৬৫ সালে ক্যানভাসের উপর তেলরঙে ছবিটি আঁকেন ভার্মিয়ার। মেয়েটির চাহনি, কিছু বলতে চাওয়ার অভিব্যক্তি, নীলরঙা স্কার্ফ আর বেশ বড় ওই মুক্তার কানের দুল একে একে অনেকগুলো গল্প বলে যায়। কানের ওই দুলটি মুক্তার না হয়ে পালিশ করা টিনের হলে ছবিটি ভিন্নমাত্রা পেত বলেই মনে করেন অনেকে। বর্তমানে ছবিটি সংরক্ষিত আছে নেদারল্যান্ডের হেগ শহরের মাওরিটশাওস জাদুঘরে।

দ্য ফ্লাওয়ার ক্যারিয়ার
দ্য ফ্লাওয়ার ক্যারিয়ার মেক্সিকান চিত্রশিল্পী দিয়েগো রিভেরার সেরা ছবিগুলোর একটি। ছবিটি বেশ কিছু কারণে গুরুত্বপূর্ণ। সৌন্দর্য উপভোগ করার ফুসরত নেই শ্রমজীবীদের। ছবিটির সাবজেক্ট, যে ফুলের ঝুড়িটি কাঁধে করে উঠে দাঁড়াবার চেষ্টা করছেন, তার সে সুযোগ কোথায়? আমরা ধরে নিতেই পারি, পেছনের সাহায্যকারী নারীটি সাবজেক্টের স্ত্রী এবং কালো বর্ণ ও শারীরিক গঠন বলে দেয় যে তারা মেক্সিকান। ছবিটিতে মেক্সিকোর সামাজিক রীতিনীতির একটি দিক ভালোভাবে ফুটে উঠেছে। শারীরিক আকার আর কাজের সামর্থ্যের প্রশ্নে চিত্রশিল্পী আমাদের ঠিক কী বোঝাতে চেয়েছেন তা সচেতন পাঠকরা বুঝতে পারবেন।

আর্নোফিনি পোর্ট্রেইট
নর্দার্ন রেঁনেসার একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি য্যান ভ্যান আইক। তার সেরা কাজ আর্নোফিনি পোর্ট্রেইট। তিনি এঁকেছিলেন ১৪৩৪ সালে, বর্তমানে তা সংরক্ষিত আছে লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে। অনেকে মনে করেন, এটি পৃথিবীর সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ চিত্রকর্ম। চিত্রে নারীটি গর্ভবতী। ঘরের আসবাবপত্র, সাজসজ্জা, পোশাক বুঝিয়ে দিচ্ছে ছবিটি ধনী পরিবারের। উপরে ঝুলতে থাকা ঝাড়বাতিতে একটি মাত্র মোমবাতি জ্বলছে, যা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করে। আবার ভ্যান আইক ঝাড়বাতির ঠিক নিচে আঁকিয়ের স্বাক্ষরের ঢঙে জানান দিয়েছেন নিজের উপস্থিতির কথা। তিনি লিখেছেন, ‘জোহানেস ভ্যান আইক এখানে উপস্থিত ১৪৩৪!’ কিন্তু সবকিছু ছাপিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পরিবারটির সম্ভ্রান্তের প্রতীক আয়নাটি। আয়নাটিকে লক্ষ্য করলে দেখা যায়, দুজন অতিথি এসেছেন বাড়ির দরজায়, বাড়ির কর্তা হয়তো তাই হাত উঁচু করে অভিবাদন জানাচ্ছেন ওদের। ছবিটি আরও বেশি আগ্রহ উদ্দীপক হয়ে ওঠে যখন দেখা যায় আয়নায় চারপাশে বাড়তি অংশগুলোতে আরও দশটি মিনিয়েচার এঁকেছেন তিনি।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

ফের ঘূর্ণাবর্ত, ধেয়ে আসছে দুর্যোগ, তাণ্ডব চালাবে কোন কোন জেলায়?
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
‘অপারেশন সিঁদুর’-এর থিমে রঙিন বাজি বাজার!
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
কালীপুজোয় মেট্রো রেলের বিশেষ উপহার, বদলে গেল শেষ ট্রেনের সময়
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
কালীপুজোতে যানজট নিয়ন্ত্রণে নির্দেশিকা জারি কলকাতা পুলিশের!
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
দীপাবলিতে জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রী, দেখুন সরাসরি
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
সেমিফাইনালে যেতে পারবে ভারতের মেয়েরা? অঙ্ক কী?
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
দীপাবলির সকালে দিল্লির বাতাস ‘বিষময়’  
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
কুলদীপ নেই কেন, টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন অশ্বিন
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
অ্যানফিল্ড দুর্গে লিভারপুলকে ধরাশায়ী করল ম্যান ইউ
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ নির্বাচনে অংশ নিতে পারবে না হাসিনার আওয়ামি লিগ , জানাল কমিশন
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
১৫ বছরে বিহারে এই প্রথম কমে গেল মহিলা ভোটারের অনুপাত!
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
নিরামিষের বদলে আমিষ বিরিয়ানি! রাঁচিতে রেস্তোরাঁর মালিককে গুলি
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
নেপোলিয়নের অমূল্য গয়না লুঠ! বন্ধ হল প্যারিসের লুভর জাদুঘর
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
“মেয়েরা অহিন্দুর বাড়ি গেলে মেরে ঠ্যাং ভেঙে দিন,” নিদান সাধ্বী প্রজ্ঞার
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
তাঁর বিরুদ্ধে ক্ষোভ, এবার প্রতিবাদীদের উপরেই কাদা ঢাললেন ট্রাম্প!
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team