পরিষ্কার-পরিচ্ছন্নতা ও গাছের অভাবে পৃথিবীতে দূষণের মাত্রা বেড়ে চলেছে প্রতিনিয়ত। ভারতেই যেমন এ বছর প্রচণ্ড গরমে নাজেহাল হচ্ছে সকলে। একটু বৃষ্টির জন্য চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে মানুষ। কিন্তু আপনি কি জানেন, ভারতেই আছে এমন একটি গ্রাম যা এশিয়ার সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে। কোন গ্রাম দেখে নেওয়া যাক।
দেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম কোনটি?
* গ্রামের নাম– মাওলিনং
* মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত একটি গ্রাম
আরও পড়ুন: Talk on Facts | ওজন কমাতে সাহায্য করে মৌরি, জানেন কি?
* মাওলিনং শিলং থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর ৯০ কিলোমিটার দূরে অবস্থিত
* ভ্রমণ বিষয়ক একটি প্রত্রিকা ‘ডিসকভারি ইন্ডিয়া’ ২০০৩ সালে এই গ্রামকে এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম হিসেবে স্বীকৃতি দেয়
* এবং ২০০৫ সালে ভারতের সব থেকে পরিষ্কার গ্রাম হিসেবে ঘোষণা করে
* এই গ্রামে গেলে দেখা যাবে জায়গায় জায়গায় আবর্জনার পরিবর্তে নির্দিষ্ট দূরত্বে পর পর বাঁশের তৈরি ডাস্টবিন
* এই ডাস্টবিনগুলিকে স্থানীয় ভাষায় ‘কোহ’ বলা হয়। এই গ্রামে প্লাস্টিক ব্যবহার ও ধূমপান নিষিদ্ধ
* এইসব ডাস্টবিনে ফেলা আবর্জনা নিয়ে জৈব সার তৈরি করা হয়, তারপর সেই সার কৃষি কাজে ব্যবহার করা হয়
* এই গ্রামের সমাজ ব্যবস্থা কিন্তু মাতৃতান্ত্রিক
* পরিবারের জ্যেষ্ঠ কন্যা মায়ের সকল সম্পত্তির উত্তরাধিকারী এবং জন্মসূত্রে সন্তান মায়ের উপাধি লাভ করে