পৃথিবীর সব স্থানেই কোনও না কোনও সময় কখনও না কখনও বৃষ্টি হয়। তবে আপনি এমন কোনও জায়গার নাম শুনেছেন যেখানে বছরের কোনও সময়ই বৃষ্টি হয় না। সত্যিই এমন এক গ্রাম আছে যেখানে বৃষ্টি হয় না। তার পরেও সেই গ্রামের সৌন্দোর্যে মুগ্ধ হন সবাই। বসতি, স্কুল, মসজিদ সব কিছুই রয়েছে গ্রামটির মধ্যে। এছাড়াও আছে নজর করা কিছু ঘরবাড়ি। প্রতি বছরই কয়েকশো মানুষের আগমন হয় সেখানে। বৃষ্টি হয়না তবে রয়েছে ক্ষেত-খামার।
ইয়েমেনের ছোট্ট এই গ্রামটির নাম আল হুতাইব। সেখানকার রাজধানী সানার প্রশাসনিক এলাকা জাবল হারজের পার্বত্য অঞ্চলে গ্রামটির অবস্থান। আর এই গ্রামেই কখনো হয় না বৃষ্টি। বিশ্বের বিভিন্ন স্থানে যখন বছরের বিভিন্ন সময়ে বৃষ্টিপাত হয়, ঠিক তখন আল হুতাইবে গ্রাম থাকে শুকনো। এই গ্রামে যেহেতু কখনো বৃষ্টি হয় না, তাই সেখানকার আবহাওয়া বেশ শুষ্ক।
আরও পড়ুন: Fraud Case | Kolkata | প্রথমে বন্ধু তারপরে সহবাস তারপর প্রতারণা! খাস কলকাতায়
কিন্তু কেন এই গ্রামে বৃষ্টিপাত হয় না সেই নিয়ে সবার মনে কমবেশি প্রশ্ন ওঠে। এর কারণ হলো আল হুতাইব গ্রামটি অনেক উচ্চতায় অবস্থিত। সমতল থেকে প্রায় ৩২০০ মিটার উঁচুতে এই গ্রামের অবস্থান। আর এ কারণে সেখানে বৃষ্টিপাত হয় না। আর তাই এটি বিশ্বের একমাত্র স্থান যেখানে কখনোই বৃষ্টি হয় না। স্বাভাবিক বৃষ্টির মেঘ জমে সমতল থেকে ২০০০ মিটারের মধ্যে। তাই আল হুতাইবের উপরে মেঘ জমে না। আর মেঘ থাকে না বলে বৃষ্টিও হয় না।
বৃষ্টি না হওয়ার কারণে এই গ্রামের পরিবেশ বেশ গরম। শীতকালে সকালের পরিবেশ খুব ঠান্ডা থাকলেও সূর্য উঠলেই প্রচণ্ড খরতাপে পুড়েন সেখানকার মানুষেরা।তবে এই গ্রামের বাসিন্দাদের বৃষ্টি হওয়া বা না হওয়া নিয়ে তেমন কোনও দুশ্চিন্তা নেই। তারা সেখানকার শুষ্ক পরিবেশের সঙ্গেই নিজেদেরকে মানিয়ে নিয়েছেন।