স্পোর্টস ডেস্ক: চীনের ১২ বছর বয়সি ইউ জিদি (Yu Zidi) একজন সাঁতারু। এই বয়সেই গোটা দুনিয়াকে চমকে দিয়েছে সে। চীনের জাতীয় চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার মেডলি রাউন্ড (200 meter Medley Round) সে ২ মিনিট ১০.৬৩ সেকেন্ডে পার করেছে। এই বিভাগে এই বয়সে এটা চিরকালীন রেকর্ড। সাঁতারের আন্তর্জাতিক নিয়ামক সংস্থা ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্স (World Aquatics) টুইট করে জানিয়েছে, “১২ বছর বয়সি সেনসেশন অ্যালার্ট।”
এই কীর্তির সাহায্যে জুলাই-অগাস্ট মাসে সিঙ্গাপুরে আয়োজিত হতে চলা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের (World Championship) যোগ্যতা অর্জন করেছে সে। তবে চীনের সাঁতার অ্যাসোসিয়েশন জানিয়েছে, শেনঝেনে চলা জাতীয় প্রতিযোগিতার বাকিটা দেখে তারপর বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্কোয়াড ঘোষণা করা হবে।
আরও পড়ুন: লখনউয়ের বিদায়ে কী প্রতিক্রিয়া সঞ্জীব গোয়েঙ্কার?
‘রেকর্ড’ গড়ে দ্বিতীয় স্থান পেয়েছে জিদি। প্রথম হয়েছেন ইউ ইটিং যিনি প্যারিসে অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন। যে সময় সাঁতার শেষ করেছেন তিনি, প্যারিসে অংশ নিলে তাতে সেমিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যেত জিদির।
অক্টোবর মাসে ১৩ বছরে পা দেবে জিদি। চীনের উত্তর প্রভিন্সের হেবেইতে (Hebei) অনুশীলন করে সে। টিনেজার কন্যাটিকে ভবিষ্যতের তারকা হিসেবে দেখতে সে দেশের সংবাদমাধ্যম। এক সাক্ষাৎকারে জিদি জানিয়েছে, ২০২৪ সালে কয়েকটি সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয় সে এবং সাফল্যও পায়। সেই থেকেই অনেকেই তাকে চিনতে শুরু করেছে।
দেখুন অন্য খবর: